ক্রীড়া প্রতিবেদক ॥ টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে স্পেনকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেছে ইতালি। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্রয়ের পর খেলা অতিরিক্ত সময়ে গড়ায়। কিন্তু বাড়তি ৩০ মিনিটেও কেউ স্কোর দ্বিগুন করতে পারেনি। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে হেরে যায় স্পেন। এদিন লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই আক্রমণে যায় ইতালি। মাত্র ৪ মিনিটের মাথায় এমারসনের থ্রু বল ধরে নিকোলো বারেল্লার শট গোলপোস্টে আঘাত করে। ১৩ মিনিটে দারুণ সুযোগ পায় স্পেন। কিন্তু কাজে লাগাতে পারেনি তারা। এভাবে একের পর এক আক্রমণে প্রথমার্ধ গোল শূন্য ড্রতে শেষ হয়। তবে বলের দখল অধিকাংশ সময়ই স্প্যানিশদের নিয়ন্ত্রণে ছিল। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটের সময় দারুণ সুযোগ পায় স্পেন। কিন্তু অধিনায়ক বুশকেটসের শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। ৬০ মিনিটে গিয়ে চমৎকার এক কাউন্টার অ্যাটাকে গোল করে ইতালি। শট সেভ করেই বল মাঝমাঠে পাঠান গোলরক্ষক দোনারুমা। সেখানে ইম্মোবিলের পাস থেকে বল নিয়ে চিয়েসা বাঁকানো শটে স্কোর করেন। ৬৫ মিনিটে সমতায় ফেরার সুযোগ নষ্ট করে স্পেন। কোকের ভাসানো ক্রস দূরের পোস্টে পৌঁছালেও ওয়ারজাবাল সময়মতো পায়ে বল ছোঁয়াতে পারেননি। ৮০ মিনিটে গিয়ে মোরাতার গোলে সময়তায় ফেরে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
You cannot copy content of this page
Leave a Reply