তরিকুল ইসলাম তারেক ॥ ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহিদী হিজল (নারকেল গাছ) প্রতিক নিয়ে বেসরকারী ভাবে মেয়র নির্বাচিত হয়েছে নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের আব্দুল খালেক। দীর্ঘ সাড়ে ১১বছর পর ঝিনাইদহ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হলো। সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে এই ভোট গ্রহন চলে। দুপুরের পর ঘন্টাব্যাপি বৃষ্টির কারণে ভোটারদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়। পৌরসভায় ৮২ হাজার ৬৯৫ জন ভোটার ৪৭টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধীকার প্রয়োগ করেছে। মেয়র পদে ৪জন সাধারণ কাউন্সিলর পদে ৬৪জন এবং সংরাক্ষিত কাউন্সিলর পদের প্রার্থী রয়েছে ১৯জন। মেয়র পদের প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনিত বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল খালেক ( নৌকা প্রতীক) এছাড়া স্বতন্ত্র কাইয়ুম শাহরিয়ার জাহিদী হিজল (নারকেল গাছ), মিজানুর রহমান মাসুম (মোবাইল ফোন) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রার্থী সিরাজুল ইসলাম। ভোট গ্রহনের শুরতে আলিয়া মাদ্রাসা, কাঞ্চনপুর, পবহাটী, মোশাররফ হোসেন কলেজসহ বেশ কয়েকটি কেন্দ্রে নৌকা প্রতিকের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যম্পের উপর হামলা চালায় কিন্তু আইন শৃংখলা বাহিনীর তৎপরতায় তারা বিছিন্ন হয়ে পড়ে। নির্বাচনে জেলা প্রশাসক, পুলিশ সুপার বিভিন্ন কেন্দ্র পরিদর্র্শন করেন। এছাড়া নির্বাচনে এ পৌরসভার ৯ টি ওয়ার্ডে ৪৭ কেন্দ্রে ২৬৫ টি কক্ষে ইভিএম’র মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে এই ভোট গ্রহণ চলে। এখানে ৪৭টি ভোটকেন্দ্রে ৪৭ জন নির্বাচন অফিসার দায়িত্ব পালন করেন। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে ১৮ জন নির্বাহী, ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৫প্লাটুন বিজিবি, ৪৮০ জন পুলিশ ও ৪২৩ জন আনসার, ৯টি মোবাইল টিমসহ র্যাবের ৩টি স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক মোতায়েন ছিল। এছাড়াও রির্টানিং অফিসার ভোটের মাঠে সার্বক্ষনিক তদারকি করেন।। এই পৌরসভায় ২০১১সালে সর্বশেষ ভোট গ্রহন অনষ্ঠিত হয়েছিল। নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহিদী হিজল ২৫হাজার ৯৮৩ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগের প্রার্থী আব্দুল খালেক পেয়েছেন ১৭হাজার ২৮৮ ভোট। এছাড়া কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে টিপু সুলতান, ২নং ওয়ার্ড আবু বক্কর, ৩নং ওয়ার্ডে লাড্ডু মিয়া, ৪নং ওয়ার্ডে কাইসার হামিদ, ৫নং ওয়ার্ডে সাইফুল ইসলাম, ৬নং ওয়ার্ডে লিয়াকত হোসেন, ৭নং মহি উদ্দীন, ৮নং ওয়ার্ডে মোঃ সাদেক এবং ০৯নং ওয়ার্ডে রেজা বিশ্বাস বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছে।
You cannot copy content of this page
Leave a Reply