মিলন আলী ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরূপদহ গ্রামে দক্ষিণপাড়ার কবরস্থান হতে মজিবারের বাড়ীর অভিমুখ রাস্তার এইচবিবি করনের উদ্বোধন করেন পোড়াদহ ইউনিয়নের চেয়ারম্যান ও মিরপুর উপজেলার আ’লীগের সাবেক সহ সভাপতি অধ্যক্ষ আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু।
এ সময় চেয়ারম্যান মজনু বলেন-সবচেয়ে বেশি ভোটার অধ্যুষিত স্বরূপদহের এই রাস্তাটি কাজ শেষ হলে গ্রামবাসির চলাচলের চরম দুর্ভোগ লাগব হবে। বিশেষ করে গ্রামবাসির কবরস্থানে লাশ নেওয়ার ক্ষেত্রে সহজতর হবে। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, আ’লীগের সভাপতি শহীদুল ইসলাম সবেদ, সাধারন সম্পাদক আবু তৈয়ুব মন্টু মেম্বর৷ সাবেক প্রধান শিক্ষক বেলায়েত হোসেন, তৈয়ুব মাস্টার, সহকারী প্রকৌশল শহীদুল ইসলাম, ইউনিয়ন পরিষদের মেম্বর মিরা, সাবেক মেম্বর সিরাজ, আ’লীগ নেতা মনোয়ার হোসেন, আমান, জেলা ছাত্রলীগের সজিব।
You cannot copy content of this page
Leave a Reply