গাংনী প্রতিনিধি ॥ স্বাধীনতা দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে বাউল সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে শুরু হওয়া সঙ্গীত সন্ধ্যায় গান পরিবেশন করেন বিভিন্ন এলাকার শিল্পীরা। দীর্ঘ সময় পরে বামন্দী ইক্ষু ক্রয় কেন্দ্রের মাঠে গানের আয়োজন করায় কমতি ছিলনা দর্শকের। দর্শকদের অনুরোধে পছন্দের গান শোনার শিল্পিরা। বামন্দী হক এন্টারপ্রাইজের সৌজন্যে এবং বামন্দী এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত বাউল সঙ্গীত সন্ধ্যার আয়োজক লালন শা জানান, করোনার কারনে অনেকটা সময় এলাকায় কোন বিনোদনমুলক অনুষ্ঠান করা সম্ভব হয়নি। করোনার প্রভাব কম থাকায় স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন এলাকার খ্যাতিমান বাউল শিল্পিদের এনে বিনোদনের ব্যবস্থা করা হয়েছে।