ঢাকা অফিস ॥ দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল সোমবার দুপুরে মন্ত্রীর অফিসকক্ষে তিনি সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে বাংলাদেশে অবস্থানরত কোরিয়ান চাকরিজীবী, পর্যটক, শিক্ষার্থীসহ অন্যান্য নাগরিকদের ভ্যাকসিন প্রাপ্তির ক্ষেত্রে বিশেষ আন্তরিকতার অনুরোধ জানান। স্বাস্থ্যমন্ত্রী দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং অনুরোধ রক্ষার আশ্বাস দেন। একই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের শ্রম বাজার নিয়ে আলোচনা করেন এবং সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা যেন ভ্যাকসিন প্রাপ্তিতে সুবিধা পায় সে বিষয়েও রাষ্ট্রদূতের কাছে অনুরোধ জানান।
You cannot copy content of this page
Leave a Reply