কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টানা চতুর্থবার স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন। এবছর সারা দেশে উপজেলা পর্যায়ের দশটি স্বাস্থ্য কমপ্লেক্সকে এই পুরস্কার দওয়া হয়। স্বাস্থ্যখাতে বিশেষ অবদান রাখায় দশ ক্যাটাগরিতে ৪৭ প্রতিষ্ঠানকে ‘স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার-২০২০’ দেওয়া হয়েছে। ৩১ মার্চ বৃহস্পতিবার রাজধানীর উসামানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপির হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ আকুল উদ্দিন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমসহ অনেকেই। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, যারা পুরস্কার পেয়েছেন, এটা তাদের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার। আর যারা পাননি তাদের ভালো কাজে আগ্রহ বাড়াবে এবং যারা পেয়েছেন তাদের অনুপ্রাণিত করবে। চেষ্টা করছি, দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নের জন্য। স্বাস্থ্যখাতের প্রত্যেকটি সেক্টরে আমরা ভালো করেছি। এবিষয়ে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আকুল উদ্দিন বলেন, আজকের এই অর্জন আমি কুমারখালী উপজেলাবাসীর জন্য উৎসর্গ করলাম। এছাড়াও আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার সহকর্মীদের প্রতি যাদের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের বিনিময়ে উপজেলাবাসীকে সর্বোচ্চ সেবা দিতে পেরেছি। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করছি।