1. andolonerbazar@gmail.com : AndolonerBazar :

সড়ক দুর্ঘটনায় পা হারিয়ে মানবেতর জীবন-যাপন আব্দুল আওয়ালের

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩০ মার্চ, ২০২২

 

সাহাজুল সাজু ॥ মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় একটি পা হারিয়ে রাজমিস্ত্রী আব্দুল আওয়াল এখন স্ত্রী-সন্তানদের নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। পরিবারের একমাত্র উপার্জনকারী আব্দুল আওয়াল পা হারানোর কারণে পরিবারের কাছে এখন সে মাথার বোঝা। পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করা ৪ সন্তানের জনক আব্দুল আওয়াল মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের বেতবাড়ীয়া গ্রামের আইউব আলীর ছেলে। আড়াই বছর আগে রাজমিস্ত্রী আব্দুল আওয়াল মিস্ত্রীর কাজ করার জন্য একটি অটোভ্যানযোগে নিজ গ্রাম থেকে পাশের গ্রামে যাচ্ছিলেন। পথে মধ্যে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামি  অপর একটি আলগামন (ইড়নচালিত যানবাহন) গাড়ি অটোভ্যানটিকে ধাক্কা দেয়। ওই ধাক্কার কারণে আব্দুল আওয়ালের একটি পা শরীর থেকে ছিন্ন-বিচ্ছিন্ন হয়। সেদিনের সেই দুর্ঘটনার কথা মনে হলে,সিউরে ওঠেন তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম আব্দুল আওয়ালের উপার্জনের উপর ভর করে চলতো সংসার। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস ! মর্মান্তিক সড়ক দুর্ঘটনা আওয়ালের জীবনকে এলোমেলো করে দিয়েছে। এক সময় শত পরিশ্রম করেও কষ্টের ছাপ যেনো বোঝাই যেতোনা আওয়ালের হাঁসিমাখা মুখ দেখে। স্ত্রী,৩ কন্যা ও ১ পুত্র সন্তান নিয়ে বর্তমান তিনি মানবেতর জীবন-যাপন করছেন।  তার পুত্রটি বর্তমান এইচ,এসসি পাশ করেছে। ছেলেকে বিএ ভর্তি করার জন্য অর্থ প্রয়োজন। এ বিষয়ে আব্দুল আওয়াল বলেন,আমার একটি পা হারানোর পর থেকে বাড়িতে বসে থাকতে হয়। পঙ্গু জীবন নিয়ে এমনই  সংসার চালানোই কষ্ট হয়ে পড়েছে। এর পরও ছেলেকে কিভাবে বিএ ভর্তি করাবো। যদি কেউ ১টি হুইল চেয়ার দিতো । তাহলে, হুইল চেয়ারে চড়ে অন্তত মানুষের কাছে গিয়ে আবদারও করতে পারতাম।

Please Share This Post in Your Social Media

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Site Customized By NewsTech.Com