ঢাকা অফিস ॥ দেশে মুক্ত সাংবাদিকতা নেই বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মুক্ত সাংবাদিকতা এই সরকার অনেক আগেই ধ্বংস করে দিয়েছে। তারা বিভিন্ন আইন দিয়ে সাংবাদিকদের সত্য কথা বলা এবং লিখায় বাধা-নিষেধ তৈরি করেছে। এছাড়া হত্যা, নির্যাতনের শিকার হয়ে সাংবাদিকরা সাহস করে আর সত্য লিখছেন না। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির মহাসচিব আরও বলেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ভোট হলে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে। এবার আমরা অপরিবর্তনীয় সিদ্ধান্ত নিয়েছি, এই সরকারের অধীনে আমরা কোনও নির্বাচনে অংশ নেবো না। একটি নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে যাওয়ার প্রশ্নই আসে না বলে মন্তব্য করেন তিনি। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, পাকিস্তান সরকার যেহেতু আমাদের অধিকার ও সম্পদ হরণ করেছে, এ দেশে শোষণ লুটপাট চালিয়েছে, সে কারণে আমরা যুদ্ধ করেছিলাম। কিন্তু এখন তার চেয়েও খারাপ অবস্থায় আছি আমরা। সে সময় ২২টি পরিবার ছিল কোটিপতি, এখন দেশে এক লাখ ৯২ হাজার কোটিপতি। অন্যদিকে গরিব মানুষের অবস্থা আরও খারাপ হয়েছে। এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনসহ জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page
Leave a Reply