ঢাকা অফিস ॥ হন্ডুরাসে একটি কারাগারে কয়েদিদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচ কয়েদি নিহত এবং কারারক্ষী ও কয়েদি মিলিয়ে আরো অন্তত ৩৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সংঘর্ষের ওই ঘটনা ঘটে বলে জানান দেশটির কারা কর্মকর্তারা। হন্ডুরাসের সবচেয়ে বৃহৎ এবং জনবহুল নগরী তেগুসিগালপার লা তোলভা কারাগারে তিন ঘণ্টা ধরে ওই সংঘর্ষ চলে। সংঘর্ষে তাজা গুলি এবং অন্তত একটি গ্রেনেডের বিস্ফোরণ ঘটানো হয়েছে। হন্ডুরাসের লা তোলভা কারাগারে কয়েদিদের মধ্যে সংঘর্ষের পর কারাফটকে স্বজনদের ভিড়।ছবি: রয়টার্সহন্ডুরাসের লা তোলভা কারাগারে কয়েদিদের মধ্যে সংঘর্ষের পর কারাফটকে স্বজনদের ভিড়।ছবি: রয়টার্সকারা কর্মকর্তারা বলেন, বারিও১৮ গ্যাংয়ের সদস্যরা কারাগারে তাদের প্রতিদ্বন্দ্বী সালভাত্রুচা১৩ গ্যাংয়ের অংশে প্রবেশ করলে সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয় একটি টেলিভিশনকে প্রসিকিউটর সারা গোমেজ বলেন, আহতদের মধ্যে ১৩ জনের অবস্থা গুরুতর। ২০১৯ সালের শেষ দিক থেকে হন্ডুরাসের কারাগারগুলোর নিয়ন্ত্রণ করছে দেশটির সেনাবাহিনী। সেখানে প্রায়ই কারাগারে প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। হন্ডুরাসে প্রায় ২৫টি কারাগারের সবগুলোতেই ধারন ক্ষমতার অতিরিক্ত কয়েদি রাখা হয়েছে। ওই কারাগারগুলোতে ২২ হাজারের বেশি কয়েদি রয়েছেন। যাদের খাবারের অভাব এবং নোংরা শৌচাগার ব্যবহার করতে হয় বলে দাবি নানা মানবাধিকার সংস্থার। কারাগারে কর্মী এবং কয়েদিদের দুর্নীতিরও প্রচুর অভিযোগ রয়েছে।
You cannot copy content of this page
Leave a Reply