নিজ সংবাদ \ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর দরবারে এলাহী হাফিজীয়া মাদ্রাসা, লিল্লাহ বোডিং ও এতিমখানার ছাত্রদের হাতে কোরআন শরীফ তুলে দিলেন “স্বপন ফাউন্ডেশন” এর পরিচালক প্রকৌশলী আশরাফুল ইসলাম শিপন। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় কোরআন শরীফ বিতরণ ও ইফতারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দরবারে এলাহী শিক্ষক মুক্তি সেহাব উদ্দিন। দৈনিক মুক্তমঞ্চ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও ডেইলী সান পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি রেজাউল করিম রেজা, সসমাজসেবক ও ব্যবসায়ী সুলতান খাঁন, দরবারে এলাহী হাফিজীয়া মাদ্রাসা, লিল্লাহ বোডিং ও এতিমখানার কোষাধ্যক্ষ ডাঃ সামছুল রহমান হীরা, মাওয়া জুয়েলার্সের সত্ত্বাধিকারী ইকরামুল হাসান, শিক্ষক ও এতিম ছাত্ররা।
You cannot copy content of this page
Leave a Reply