ক্রীড়া প্রতিবেদক ॥ হাঁটুর চোটে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে খেলবেন না প্রাইম ব্যাংক ওপেনার ও বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। চিকিৎসকদের পরামর্শে বায়ো-সিকিউরিটি বলয় ছেড়ে গেছেন তিনি। আগামী মাসেই বাংলাদেশের জিম্বাবুয়ের সফর। সেই সফরে তামিমকে পাওয়া নিয়ে শঙ্কা দেখা গেছে। যদিও চিকিৎসকদের পরামর্শে অন্তত দুই সপ্তাহের জন্য মাঠের মাইরে থাকতে হচ্ছে তাকে। চোট নিয়ে তামিম জানিয়েছেন, ‘ডান হাঁটুর ব্যথাটা নিয়েই বেশ কিছু ম্যাচে খেলেছি। আর অ্যাডজাস্ট করতে পারছিলাম না, ব্যথা নিয়ে ম্যাচে ইফোর্ট দেয়াটা কঠিন হচ্ছিল। বিসিবির মেডিক্যাল টিম বলেছে রেস্ট নিতে, কয়েকদিন পর রিহ্যাব শুরু করবো। আশা রাখি জিম্বাবুয়েতে শুরু থেকে খেলবো।’ ডিপিএলের সুপার লিগে না খেললেও নিজ দলকে শুভকামনা জানিয়েছেন তামিম। প্রাইম ব্যাংক ওপেনার জানান, ‘সুপার লিগ নিশ্চিত করেছে, আশা করি শিরোপা লড়াইয়ে আরো এগিয়ে যাবে। টিমের জন্য শুভকামনা থাকলো’। আগামী ১৯ জুন থেকে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ডিপিএলের সুপার লিগ পর্বের খেলা শুরু হবে। লিগ পর্ব শেষ হবে ২৫ জুন।