ঢাকা অফিস ॥ হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইজকে হত্যা নয়, গ্রেপ্তার করাই উদ্দেশ্য ছিল। তদন্তকারীদের কাছে এই কথা জানিয়েছে হামলায় জড়িত অভিযোগে গ্রেপ্তার বিদেশিরা। তদন্তকারীরা জানান, কলম্বিয়ান সেনাবাহিনীর সাবেক সদস্যদের যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সিকিউরিটি কোম্পানিতে কাজের কথা বলে হাইতিতে নেয়া হয়। গ্রেপ্তার ২ আমেরিকান হাইতিয়ান কমান্ডো ইউনিটটির দোভাষী হিসেবে কাজ করছিলো। মোইজকে গ্রেপ্তার করে প্রেসিডেন্ট ভবনে নিয়ে যাওয়ার কথা থাকলেও বাসভবনে প্রবেশের পর তারা তাকে মৃত পড়ে থাকতে দেখে। গত বুধবার প্রেসিডেন্ট জোভেনেল মোইজকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এরপরই দেশটিতে অস্থিরতা বেড়ে যাওয়ায় গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষিত রাখতে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রকে সামরিক সহায়তার অনুরোধ জানায় হাইতি সরকার। রোববার দেশটিতে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানোর কথা জানায় পেন্টাগন।
You cannot copy content of this page
Leave a Reply