নিজ সংবাদ ॥ বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা কিন্ডার গার্টেন স্কুলের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সপ্তাহ ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, পুষ্পমেলা, পিঠা উৎসব, বই মেলা, আনন্দর্ র্যালী সহ নানান কর্মকান্ডের মধ্যদিয়ে সমাপনী দিনে গুণীজন-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ? গতকার বৃহস্পতিবার সকালে হালসা কলেজ মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডাঃ ইফতেখার মাহমুদ? হালসা আদর্শ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন আমবাড়ীয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মুকুল সাইফুল? হালসা কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক ও শিক্ষাপল্লীর জনক রহিদুল ইসলামের সার্বিক পরিচালনায় এবং সিনিয়র সাংবাদিক মিলন আলীর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও হালসা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আশরাফুল আলম মিলন চৌধুরী, হালসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম, মাজিহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক, রাজশাহী প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রতন আলী, সিনিয়র সাংবাদিক আজাদ সানি, বিশিষ্ট ব্যবসায়ী জুয়েল রানা প্রমূখ? আলোচনা সভা শেষে জমকালো আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ডাঃ ইফতেখার মাহমুদ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, গুণীজনদের সম্মাননা প্রদান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন?
You cannot copy content of this page
Leave a Reply