ভেড়ামারা প্রতিনিধি ॥ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্টির অসহায় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ভেড়ামারা স্বেচ্ছাসেবী সংস্থার বিনামূল্যে চিকিৎসালয় ১৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় ভেড়ামারা থানার সামনে কাচারীপাড়াস্থ চিকিৎসালয়ের নিজস্ব কার্যালয়ে এই খাদ্য বিতরন করা হয়। এসময় অসহায় দুস্থ প্রতিবন্ধী ১৫০ পরিবারের হাতে চাউল, ডাউল, তেল, চিনি, সেমাই, লবন, ডিটারজেন্ট পাউডার তুলে দেওয়া হয়। করোনা মহামারির এই দুঃসময়ে অসহায় পরিবার গুলো খাদ্য সামগ্রী পেয়ে তারা যেন প্রানের স্পন্দন ফিরে পান। বিনামূল্যে চিকিৎসালয়ের সভাপতি দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক ও দৈনিক স্বাধিনতা পত্রিকার সম্পাদক শাহ্ জামাল’র সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভেড়ামারা পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মাহাবুবুল আলম বিশ্বাস। সংস্থার সাধারন সম্পাদক সাংবাদিক নোমান জহির রাজা’র পরিচালনায় এবং অর্থ বিষায়ক সম্পাদক উজ্জল হোসেন’র সার্বিক তদারকিতে খাদ্য বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেড়ামারা স্বেচ্ছাসেবী সংস্থার বিনামূল্যে চিকিৎসালয়ের উপদেষ্টা আতিয়ার রহমান মৃধা, প্রতিভা মডেল একাডেমী স্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক ফিরোজ মাহমুদ, দন্ত চিকিৎসক মাহমুদ্দোল্লাহ সোহেল, সাংবাদিক জহিরুল কবীর নবীন, সাইফুল ইসালাম সুজন প্রমুখ।
You cannot copy content of this page
Leave a Reply