ঢাকা অফিস ॥ করোনা পরিস্থিতি অবনতির কারণে স্থগিত করে রাখা নির্বাচনগুলো নিয়ে ১৯ মে ভোটের সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল মঙ্গলবার এক বৈঠক করে এমন সিদ্ধান্ত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। বৈঠকে ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র জানায়, করোনার কারণে যে সব নির্বাচন স্থগিত রাখা হয়েছে বা পেছানো হয়েছে, সেসব নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। সবার মতামতের উপর আলোচনা শেষে সিইসি সিদ্ধান্ত নেওয়ার জন্য ১৯ মে ৭৯তম কমিশন বৈঠক ডাকার নির্দেশনা দিয়েছেন। বৈঠকের এজেন্ডায় থাকবে লক্ষ্মীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের উপ-নির্বাচন, ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন, পৌরসভা নির্বাচন ও স্থানীয় সরকারের অন্য কিছু নির্বাচন। ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার জানান, নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নিতে ১৯ মে কমিশন সভা হবে। সেদিন জানা যাবে কোন কোন নির্বাচন হচ্ছে। এদিকে সূত্র জানায়, জাতীয় সংসদের লক্ষ্মীপুর-২, সিলেট-৩ আসনের উপ-নির্বাচন করার পক্ষে কমিশন। কেননা, এ দু’টি নির্বাচনের সময় শেষ হবে খুব শিগগিরই।
You cannot copy content of this page
Leave a Reply