ক্রীড়া প্রতিবেদক ॥ আগামী তিন বছরের টাইটেল স্পন্সর ও গ্রাউন্ড ব্র্যান্ডিং বাবদ ৩২ কোটি ৫৫ লাখ টাকা পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আলেশা হোল্ডিংস লিমিটেড, ওয়ালটন ও ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়াম ২০২৩ সাল পর্যন্ত সব হোম সিরিজের টাইটেল স্পন্সর ও গ্রাউন্ড ব্র্যান্ডিং হোল্ডার হিসেবে দায়িত্ব পালন করবে। শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে জানানো হয়, চলতি সিরিজিসহ ২০২৩ সাল পর্যন্ত টাইটেল ও গ্রাউন্ড ব্র্যান্ডিংয়ের দায়িত্বে থাকবে আলেশা মার্ট ও ওয়ালটন। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজটির নাম রাখা হয়েছে ‘বঙ্গবন্ধু ওডিআই সিরিজ ২০২১ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা-প্রেজেন্টেড বাই আলেশা মার্ট, পাওয়ার্ড বাই ওয়ালটন’। মাত্রা-কনসোর্টিয়ামের ম্যানেজিং পার্টনার সানাউল আরেফিন বলেছেন, ‘বিসিবিকে ধন্যবাদ আমাদের সুযোগ করে দেওয়ার জন্য। আমরা বিসিবিকে ৩২ কোটি ৫৫ লাখ টাকা দিয়েছি। ২০২৩ সাল পর্যন্ত আমরা এর দায়িত্ব পালন করবো।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস, প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম, আলেশা হোল্ডিংস লিমিটেডের সিনিয়র ম্যানেজার মো. সোহরাব হোসেন এবং মাত্রা-কনসোর্টিয়ামের ম্যানেজিং পার্টনার সানাউল আরেফিন। রোববার থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাকি দুটি ম্যাচ ২৫ ও ২৮ মে। সবগুলো ম্যাচই কৃত্রিম আলোতে অনুষ্ঠিত হবে।
You cannot copy content of this page
Leave a Reply