ঢাকা অফিস ॥ পৃথিবীতে ১৩ বছরের কম বয়সী শিশুদের ৪৫ শতাংশ ফেইসবুক ব্যবহার করে। ইনস্টাগ্রাম আছে ৪০ শতাংশের। অলাভজনক প্রতিষ্ঠান থ্রনের একটি জরিপের তথ্য উদ্ধৃত করে এমন খবর দিয়েছে বিজনেস ইনসাইডার। ফেইসবুক সম্প্রতি জানিয়েছে, তারা শিশুদের জন্য ইনস্টাগ্রাম অ্যাপ বানানোর চেষ্টা করছে। এই খবরে যুক্তরাষ্ট্রের অনেক আইনজীবী উদ্বেগ প্রকাশ করেছেন। করোনা মহামারীতে বিপর্যস্ত গোটা পৃথিবী। সংক্রমনরোধে বিভিন্ন দেশের সরকার চলাচল নিয়ন্ত্রনে ঘোষণা করেছে লকডাউন। ফলে স্কুল কলেজসহ সব কিছু বন্ধ থাকায় অনেকটা ঘরবন্ধী হয়েছে মানুষের জীবন। এমনও পরিস্থিতি সবচেয়ে বেশি বাধাগ্রস্থ হয়ে শিশুর মানসিক বিকাশ। ফলে অনেকটা বাধ্য হয়েই শিশুদের হাতে মোবাইলসহ সোস্যাল মিডিয়ার দুনিয়ায় প্রবেশ ঘটছে কমলমতি শিশুদের। ফেইসবুকের বর্তমান পলিসি অনুযায়ী ১৩ বছরের কম বয়সীরা অ্যাপটিতে সাইনআপ করতে পারে না। তবে জরিপ বলছে, বয়স গোপন রেখে অনেক শিশু অ্যাপটি ব্যবহার করছে। আর তাদের সুরক্ষা দিতে কোম্পানিটি ব্যর্থ। জরিপে দেখা গেছে, শিশুদের ৩৬ শতাংশ ফেইসবুকে প্রতিনিয়ত হেনস্তার শিকার হয়। এর মধ্যে যৌন হেনস্তার মতো ঘটনা বেশি। ইনস্টাগ্রামে এটি ২৬ শতাংশ। ফেইসবুক শিশু পর্নোগ্রাফির মঞ্চ হয়ে উঠতে পারে বলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আগেই সতর্ক করেছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের কর্মকর্তারা বলছেন, কোনো মার্কিন বা তাদের কোনো প্রতিনিধি নিয়মনীতিহীন এমন জায়গা সৃষ্টি করেননি। বড় একটি কোম্পানির মালিক এ জায়গা সৃষ্টি করেছেন। ফেইসবুক তাদের প্ল্যাটফর্মে যোগাযোগের ক্ষেত্রে এনক্রিপশন করেছে। তারপরেও উদ্বেগ শেষ হয়নি।
You cannot copy content of this page
Leave a Reply