1. andolonerbazar@gmail.com : AndolonerBazar :

৫ কোটি টাকা অনুদান পাচ্ছে মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২ জুলাই, ২০২১

 

ঢাকা অফিস ॥ সরকারের বিশেষ অনুদানের ৫ কোটি টাকা পাচ্ছে দেশের ৩০০টি মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ৮ হাজার ৩৬ জন শিক্ষক-শিক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদের’ মাধ্যমে এ টাকা বিতরণ করা হবে। বুধবার মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এ বিষয়ে একটি আদেশ জারি করা হয়েছে। গতকাল শুক্রবার কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, ৩০০টি মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, ৫০০ জন শিক্ষক-কর্মচারী, ১ম থেমে ৫ম শ্রেণির ইবতেদায়ি শাখার ১ হাজার ২৫০ শিক্ষার্থী, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির দাখিল ও ভোকেশনাল শাখার ৪ হাজার ৫০১ শিক্ষার্থী, আলিম-বিএম-ডিপ্লোমা শাখার ১ হাজার ২৫০ জন শিক্ষার্থী এবং কামিল-ফাজিলসহ তদূর্ধ্ব পর্যায়ের ৫৩৫ শিক্ষার্থীকে এ টাকা দেয়া হচ্ছে। এজন্য সরকার ৫ কোটি টাকা ছাড় করেছে। জানা গেছে, ৩০০টি প্রতিষ্ঠান ২৫ হাজার টাকা করে পাচ্ছে। ৫০০ জন শিক্ষক কর্মচারী পাচ্ছেন ১০ হাজার টাকা করে। ১ম থেমে ৫ম শ্রেণির ইবতেদায়ি শাখার ১ হাজার ২৫০ জন শিক্ষার্থী ৩ হাজার টাকা করে, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির দাখিল ও ভোকেশনাল শাখার ৪ হাজার ৫০১ জন ছাত্রছাত্রী ৫ হাজার টাকা করে, আলিম-বিএম-ডিপ্লোমা শাখার ১ হাজার ২৫০ জন ছাত্রছাত্রীকে ৬ হাজার টাকা করে এবং কামিল-ফাজিলসহ তদূর্ধ্ব পর্যায়ের ৫৩৫ জন শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে দেয়া হবে। মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা বলছেন, মনোনীত শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের নামের তালিকা অনুসারে এ টাকা বিতরণ করবে নগদ। বিতরণ শেষে বিস্তারিত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেয়া হবে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী বা শিক্ষার্থীর নাম একাধিকবার মঞ্জুরি হয়ে থাকলে একটি মঞ্জুরির বিপরীতে অনুদানের টাকা পাবেন। আর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অনুকূলে বরাদ্দ অর্থ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Site Customized By NewsTech.Com