ক্রীড়া প্রতিবেদক ॥ জিনেদিন জিদান ছেড়ে দেওয়ার পর রিয়াল মাদ্রিদের দায়িত্ব পেলেন কার্লো আনচেলোত্তি। ক্লাবের পক্ষে জানানো হয়, আগামী তিন বছরের জন্য আবার ফিরছেন লা লিগার জায়ান্ট ক্লাবে। ২০১৯ সাল থেকে এভার্টনের দায়িত্ব ছিল তার ওপর। বুধবার (২ জুন) সাংবাদিক সম্মেলনে রিয়াল মাদ্রিদ ক্লাবের প্রেসিডেন্ট ফ্লোরেনতিনো পেরেজের সামনে স্বাক্ষর করবেন তিনি। এর আগে ২০১৩ সালে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েছিলেন আনচেলোত্তি। ছিলেন ২০১৫ সাল পর্যন্ত। সেই সময় চ্যাম্পিয়ন্স লিগ, সুপার কাপ, কোপা দেল রে, ক্লাব ওয়ার্ল্ড কাপের মতো ট্রফি জিতিয়েছেন ক্লাবকে। তবে লা লিগা দিতে পারেননি একবারও। মাদ্রিদ ছেড়ে যাওয়ার সময় বলেছিলেন, ‘এরকম এক ক্লাবকে না বলা বেশ কঠিন। তবে আমার বিশ্রামের প্রয়োজন। আশা করি ক্লাব ভাল খেলবে আগামী দিনেও।’ মাদ্রিদ ছাড়াও চেলসি, পিএসজি, বায়ার্ন মিউনিখ, নাপোলি, এভার্টনের মতো ক্লাবকে প্রশিক্ষণ দিয়েছেন আনচেলোত্তি। এই বার স্প্যানিশ লিগ জেতার সুযোগ থাকছে তার কাছে। বলা হচ্ছে ৬১ বছর বয়সি এই ইতালীয় কোচ জিনেদিন জিদানের মতো রিয়ালে ‘দ্বিতীয় ইনিংস’ শুরু করতে যাচ্ছেন। এর আগে রিয়ালে দুই মৌসুমে নিজের ১১৯ ম্যাচের ৭৫ শতাংশ জিতেছিলেন আনচেলোত্তি। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব এভারটনের সঙ্গে তার চুক্তি ২০২৪ পর্যন্ত। কিন্তু রিয়ালের প্রস্তাব ফিরিয়ে দেওয়া তার পক্ষে সম্ভব নয় বলে খবরে প্রকাশ।
You cannot copy content of this page
Leave a Reply