ঢাকা অফিস ॥ ভারতের পর বিশ্বের ৯টি দেশে করোনার অতি সংক্রামক ডেল্টা প্লাস ধরন শনাক্ত হয়েছে। দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পর্তুগাল, সুইজারল্যান্ড, জাপান, পোল্যান্ড, নেপাল, চীন ও রাশিয়া। ভারতের কেন্দ্রীয় সরকারের তথ্য অনুসারে, মহারাষ্ট্র, কেরালা ও মধ্য প্রদেশে ২২ জনের শরীরে মিলেছে এই ভাইরাস। এর মধ্যে মহারাষ্ট্রেই ১৬ জনের শরীরে পাওয়া গেছে এই ধরন। এই তিন রাজ্যকে সতর্কতার সঙ্গে দ্রুত ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রাণালয়। ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে পরিবর্তিত হওয়া ডেল্টা প্লাসকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ বলে তালিকাভুক্ত করেছে। ভারতীয় কর্মকর্তারা বলছেন, ডেল্টা প্লাস সংক্রমণের ভয়াবহতা ও তীব্র ছোঁয়াচে ক্ষমতার কারণে এটি ভয়াবহ হতে পারে।
You cannot copy content of this page
Leave a Reply