1. admin@andolonerbazar.com : : admin admin
  2. andolonerbazar@gmail.com : AndolonerBazar :

আমরা সব সময় স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করি : এমপি হানিফ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

 

নিজ সংবাদ ॥ গতকাল শুক্রবার ৩১ শে মার্চ কুষ্টিয়া সদর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলার বিভিন্ন স্কুলের নবম ও দশম শ্রেণীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ৩৩৬ জন শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ করা হয়। কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ^াস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সদর আসনের সাংসদ ও আওয়ামীলীগের যুগ্স সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ এবং নাগরিক কমিটির সভাপতি ডা: এস এম মুস্তানজিদ, ইসলামী বিশ^বিদ্যালয়ের সাবেক ট্রেজার ও আইন বিভাগের অধ্যাপক প্রফেসর ড. সেলিম তোহা, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সুপ্রীম কোর্টের আইনজীবী শেখ হাসান মেহেদী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, জেলা মহিলালীগের সভাপতি জেবুন নিসা সবুজ, কুষ্টিয়া জজ কোর্টের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী, সদর উপজেলার চেয়ারম্যান ও শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, সদর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক এবং উপজেলা পরিসংখান অফিসার সুখেন কুমার পাল, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ। আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, মহান স্বাধীনতা দিবসের সাথে আমাদের আবেগ অনুভতি জড়িয়ে আছে। সেই স্বাধীনতা দিবসে স্বাধীনতা দিবসকে নিয়ে কটাক্ষ করে মিথ্যা উদ্ধৃতি দিয়ে সংবাদ ছাপানো চরম অপরাধ মূলক কর্মকান্ড। রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে এটা একটি ষড়যন্ত্র। যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াটাই যৌক্তিক। মাহবুবউল আলম হানিফ বলেন, আমাদের মূল জায়গা স্বাধীনতা, স্বাধীনতা আমাদের অস্তিত্ব, সেখানে আঘাতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব। জনগণও সেটাই প্রত্যাশা করে। আর এতে যাদের মনে আঘাত লাগছে, বুঝতে হবে তারাও এই ষড়যন্ত্রের অংশীদার। সংবাদটি সরিয়ে দিয়ে এটা যে ষড়যন্ত্র তা প্রমান করেছে প্রথম আলো। ওই বাচ্চা তো ওইসব কথা বলেনি, পরে টিভির সাক্ষাতকারে সে বলেছে। হানিফ আরও বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এটি নতুন নয়। এক এগারোর সময় শেখ হাসিনাকে মাইনাস করারও ষড়যন্ত্র করা হয়েছিলো, পদ্মা সেতু নিয়েও অনেক ষড়যন্ত্র করা হয়েছিলো, যা এই পত্রিকায় ফলাও করে সেসময় ছাপানো হয়েছে। বোঝাই যাচ্ছে এটা আগের মতই রাষ্ট্রের বিরুদ্ধে আরেকটি গভীর ষড়যন্ত্র, যা মেনে নেওয়া হবে না। মাহবুবউল আলম হানিফ আরো বলেছেন, স্বাধীনতা দিবসকে কটাক্ষ করে সংবাদ প্রকাশ করা হয়েছে। এটি রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, চরম অপরাধমূলক কর্মকান্ড। যারা এই কাজের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করাটা যৌক্তিক। আইনগত ব্যবস্থা নেওয়ার পরে যদি কারো মনে আঘাত লাগে, তাহলে বুঝতে হবে তারাও অংশীদার, এজন্য তাদের মনে আঘাত লেগেছে, কষ্ট লেগেছে। আমরা সব সময় স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করি। কিন্তু হলুদ সাংবাদিকতা কখনও কাম্য নয়। হানিফ আরও বলেন, ২৬ মার্চ যে সংবাদটি পরিবেশন হয়েছিল সেটি ষড়যন্ত্র ছিল, মিথ্যা ছিল, সেটি প্রথম আলো সংবাদটি সরিয়ে নেওয়ার মাধ্যমে প্রমাণ করেছে। তারা যদি মনে করে সংবাদটি রাষ্ট্রের বিরুদ্ধে যায়নি, তাহলে তারা কেন সরিয়ে নিয়েছে। তারা সরিয়ে নিলে কী হবে, ততক্ষণে সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছে, যেটা প্রচার হওয়ার সেটা প্রচার হয়ে গেছে। এটি ষড়যন্ত্রমূলকভাবে করা হয়েছে। ওই বাচ্চাটি ওইভাবে উদ্ধৃতি করেনি, বাচ্চাটিকে ১০ টাকা দিয়ে করানো হয়েছে। হানিফ এমপি আরো বলেন, শেখ হাসিনা সরকারের সময় সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে সাংবাদিকদের। সংবাদ মাধ্যমের বিশাল বিস্তৃতি ঘটানো হয়েছে। আগে একটি টেলিভিশন ছিল এখন ৪২টি টেলিভিশন ও শতাধিক দৈনিক পত্রিকা দেওয়া হয়েছে। সাংবাদিকরা যেভাবে খুশি লিখছে, প্র্রতদিন টিভিতে টকশো হচ্ছে, সেখানে সরকারের সমালোচনা করছে। তাদের তো কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আমাদের স্বাধীনতার জায়গাটায় যদি আঘাত আসে, তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব। তিনি আরো বলেন, ২৬ মার্চ স্বাধীনতা দিবস। ৩০ লাখ শহীদের রক্ত এবং দুই লাখ মা-বোনের ইজ্জতের  বিনিময়ে পাওয়া স্বাধীন এই বাংলাদেশ। এই স্বাধীনতা দিবসে পত্রিকায় খবর ছাপবে আমাদের ইতিহাস নিয়ে, যাতে আমাদের নতুন প্রজন্ম ও ভবিষ্যৎ প্রজন্ম স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানতে পারে। স্বাধীনতার সঙ্গে আমাদের আবেগ অনুভূতি জড়িত। এছাড়াও তিনি ট্যাবলেট প্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিজ্ঞানের দুইটি দিক। ভালো এবং মন্দ। তাই প্রধানমন্ত্রীর উপহার এই ট্যাবলেট শিক্ষার্থীরা যেন লেখাপড়ার কাজে ব্যবহার করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Site Customized By NewsTech.Com