1. admin@andolonerbazar.com : : admin admin
  2. andolonerbazar@gmail.com : AndolonerBazar :

আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ নেতা মোমিন চৌধুরী ডাবু

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

 

আলমডাঙ্গা অফিস ॥ আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেবার শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা উত্তর আওয়ামীলীগের দারুস সালাম থানার যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোমিন চৌধুরী ডাবু। তিনি গতকাল রবিবার বিকেল ৩ টার দিকে তার সমর্থিত নেতাকর্মীদের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।  এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মোল্লা জাফর উল্লাহ,আলম হোসেন,ইখলেছুর রহমান,প্রান্ত খন্দকার।মনোনয়ন জমাদান শেষে নিচে অপেক্ষা বরত নেতা কর্মিদের বক্তব্য দেন।এ সময় তিনি বলেন আমি নির্বাচিত হলে আপনাদের সাথে নিয়ে উপজেলার অসমাপ্ত কাজ সমাপ্ত করব,কথা দিচ্ছি উপজেলায় জবাব দিহি মুলক কাজের ব্যাবস্থা করব,আমি নিজে একজন ব্যাবসায়ি আপনাদের যে কোন সমস্যায় আমাকে খবর দিলে আপনাদের পাশে দাড়ানোর চেষ্টা করব,রোগ,শোক,লেখাপড়া করতে না পারা শিক্ষার্থীদের পাশে আগেও ছিলাম ভবিস্যতেও থাকার অঙ্গিকার করছি। এসময় উপস্থিত ছিলেন, কালিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুল হক মিকা, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক সভাপতি আবু জাফর, সাবেক ছাত্রলীগ নেতা ইকলুছুর রহমান, সাকলাইন, আলম হোসেন,আতিক বিশ্বাস,রবিউল হক,ছামসুল আলম,প্রমুখ। অপরদিকে  আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন হারদি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষানুরাগী নুরুল ইসলাম। গতকাল রবিবার বিকেল ৩ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে  মনোনয়নপত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রশান্ত অধিকারী, সাবেক নির্বাহী সদস্য শাহ আলম,বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাকের,আকসেদ মাষ্টার,হারদী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মজিবর রহমান প্রমুখ।মনোনয়ন পত্র জমাদানের পর নিচে অপেক্ষা মান কর্মি সমর্থকদের উদ্দেশ্যে নুরুল ইসলাম বলেন,আসন্ন উপজেলা নির্বাচনে আমি প্রার্থী হয়েছি,আমি আপনাদের সমর্থন এবং ভোট প্রার্থনা করছি,যদি আমি নির্বাচনে বিজয়ি হই,আলমডাঙ্গা উপজেলাকে স্বচ্ছ উপজেলা পরিষদ আমি উপহার দেব,ইউনিয়ন পরিষদে ভাদা ছাড়া আমি কিছু নিই নাই,এখানেও উপজেলা পরিষদের ভাতা নিয়ে চলার চেষ্টা করব, যারা দায়িত্বে ছিলেন তারা অনেক কিছু করেছেন,আমি ছড়িযে ছটিয়ে থাকা কিছু করতে চাই। এ সময় উপস্থিত ছিলেন,আব্দুল হাকিম,ইউপি সদস্য মোস্তাক আহমেদ,সাবেক মেম্বার আবুল কালাম আজাদ,সাহাদৎ হোসেন,আনোয়ার হোসেন,মইনুল হক বাবলু,সদু মিয়া,কালিদাশপুর ইউনিয়নের সাবেক মেম্বার মোস্তাক আহমেদ,কালিদাশপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাজাহান আলী,ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক আলম হোসেন,কৃষকলীগ নেতা তারেক হাসান,আব্দুল করিম,সামসুল ইসলাম,রাসেল আহমেদ,আতিযার রহমান,মিলন,কদর আলী,রমজান আলী,রাফিদ হাসান,হাফেজ আলী,নুর ইসলাম,চন্দন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Site Customized By NewsTech.Com