1. admin@andolonerbazar.com : : admin admin
  2. andolonerbazar@gmail.com : AndolonerBazar :
শিরোনাম :
অতি তাপমাত্রায় চরম বেকায়দায় সকল শ্রেণির মানুষ : কুষ্টিয়ায় সর্বোচ্চ ৪১.৮ ডিগ্রি তাপমাত্রা আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা মার্তার জিম্বাবুয়েকে হারিয়ে ভানুয়াতুর ইতিহাস বিতর্কিত ক্যাচের ছবি ফেসবুকে দিয়ে মুশফিক লিখলেন ‘মা শা আল্লাহ’ গাজায় ধ্বংসস্তূপ পরিষ্কারে লাগতে পারে ১৪ বছর : জাতিসংঘ রিজার্ভ বেড়ে ১ হাজার ৯৯৭ কোটি ডলার পোলট্রি সমিতির দাবি : গরমে দিনে মরছে ‘এক লাখ মুরগি’ পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত : কাদের থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

আড়ুয়াপাড়া তরুন সংঘ পাঠাগার ও ক্লাব মাঠে ড্রেসিরুম নির্মাণ কাজের উদ্বোধন 

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ মার্চ, ২০২৩

 

নিজ সংবাদ ॥ হাউজিং আড়ুয়াপাড়া তরুণ সংঘ পাঠাগার ও ক্লাব মাঠে ড্রেসিং রুম নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। সোমবার দুপুর ১২টায় কাজের উদ্বোধন করেন ঐতুবৃ ক্যামিক্যাল ওর্য়াকসের ব্যবস্থাপনা পরিচালক ও দি কুষ্টিয়া চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাট্্িরজের পরিচালক ফজলে করিম খোকা। উপস্থিত ছিলেন বিশিষ্ট্য ক্রীড়া সংগঠক ও কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক পারভেজ আনোয়ার তনু, বিশিষ্ট সমাজ সেবক কাজী বাপ্পী, তরুন সংঘ পাঠাগার ও ক্লাবের সাধারণ সম্পাদক শাহিনুর রহমানসহ তরুণ সংঘ পাঠাগার ও ক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে ফজলে করিম খোকা বলেন যেকোন সামাজিক ও ক্রীড়াঙ্গনের উন্নয়নে চেষ্টা করিম সব সময় পাশে থাকার। তারই অংশ হিসেবে আমি আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আড়–য়াপাড়া তরুণ সংঘ পাঠাগার ও ক্লাবের উন্নয়নে কিছুটা হলেও অবদান রাখার সুযোগ হয়েছে। আমরা জানি আড়–য়াপাড়া তরুণ সংঘ পাঠাগার ও ক্লাব কুষ্টিয়ার ক্রীড়াঙ্গণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রতিবছর এই মাঠে আন্ত:জেলা ক্রিকেট লীগের আয়োজন করে থাকে ক্লাবটি। যেহেতু মাঠে অবকাঠামো বলতে কিছু নেই তাই আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি ড্রেসিং রুম নির্মাণে সহযোগিতা করছি মাত্র। এসময় বিশিষ্ট ক্রীড়া সংগঠক, কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক পারভেজ আনোয়ার তনু বলেন জেলার ক্রীড়াঙ্গণে আড়–য়াপাড়া তরুণ সংঘ পাঠাগার ও ক্লাব গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছে। সুন্দর খেলা উপযোগী সুন্দর একটি মাঠ রয়েছে। এই মাঠে প্রতিবছর সফল ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন হয়ে থাকে। কিন্তু অবকাঠামোগত সংকট থাকায় এখানে খেলোয়াড়দের ড্রেসিংসহ নানা অসুবিধা হয়ে থাকে। আর এই সংকট সমাধানে কুষ্টিয়ার ঐতুবৃ কেমিকেল সহযোগিতার হাত বাড়িয়েছে। তাদের সহায়তায় আমরা একটি সুন্দর ড্রেসিং রুম পাচ্ছি। এজন্য তিনি আড়–য়াপাড়া তরুন সংঘ পাঠাগার ও ক্লাব প্রতিষ্ঠানের কর্তধার ফজলে করিম খোকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Site Customized By NewsTech.Com