1. admin@andolonerbazar.com : : admin admin
  2. andolonerbazar@gmail.com : AndolonerBazar :

ইয়াসিন-মাহমুদা স্মৃতি পরিষদের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা প্রদান ও বিশেষজ্ঞ চিকিৎসা সেবা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

 

 

 

নিজ সংবাদ ॥ ইয়াসিন-মাহমুদা স্মৃতি পরিষদের উদ্যোগে মিরপুর উপজেলার মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির টাকা প্রদান এবং বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গতকাল বিকেলে মিরপুর উপজেলার বহলবাড়িয়া স্কুল মাঠে এউপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইয়াসিন-মাহমুদা স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক প্রিন্সিপাল অধ্যাপক ডাঃ ইফতেখার মাহমুদ। অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা খেদ আলী, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শরিফুল ইসলাম, ইয়াসিন-মাহমুদা স্মৃতি যুব পরিষদের আহবায়ক বিপুল ইসলাম, ধুবইল ইউপি সদস্য মাহফুজুর রহমান, মিজানুর রহমান, সমাজ প্রধান হায়দার আলী মল্লিক, শুকুর মল্লিক, রাকিব হোসেন,নাজমুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইয়াসিন-মাহমুদা স্মৃতি পরিষদের  সাধারন সম্পাদক মওদুদ আহমেদ রাজিব। সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ ইফতেখার মাহমুদ বলেন, সমাজ বিবর্তনে সকলকে এগিয়ে আসতে হবে।  প্রামীন জনপদে অসংখ্য মেধাবী শিক্ষার্থী রয়েছে। তারা অর্থাভাব ও উপযুক্ত পরিবেশের অভাবে অংকুরে ঝড়ে পড়ে তাদের প্রতি বিশেষ যত্ববান হওয়া সমাজের দায়িত্ব। আর সেই দায়িত্ববোধ থেকে ইয়াসিন-মাহমুদা স্মৃতি পরিষদের উদ্যোগে মিরপুর ও ভেড়ামারা উপজেলার মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা প্রদান করা হচ্ছে যা ইতিবাচক। তিনি বলেন, দুস্থ পরিবারের একজন মেধাবীকে নিয়োমিত অর্থ সহযোগিতা দিয়ে তাকে উৎসাহিত করতে পারলে সে আরো বেশি লেখাপড়ায় আগ্রহী ও মনোযোগী হয়ে উঠে। নিজেদের মেধা ও প্রতিভা বিকোশিত করতে সে সর্বাত্বক সচেষ্ঠ থাকে। তিনি বলেন, সমাজের বৃত্তবানদের একাজে এগিয়ে আসতে হবে তবেই সমাজ উপকৃত হবে। ইয়াসিন-মাহমুদা স্মৃতি পরিষদের মাধ্যমে এলাকার বিভিন্ন উন্নয়নমুলক কাজ করা হচ্ছে। বিশেষ করে সমাজের অবহেলিত ও দুস্থ্য পরিবারের পাশে ইয়াসিন-মাহমুদা স্মৃতি পরিষদ সর্বাগ্রে রয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বদা বঞ্চিত ও অবহেলিতদের পাশে রয়েছেন। শিক্ষার উন্নয়নে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন। তাদের প্রতি সহমর্মিতা ও সদয় হওয়া আমাদের ঈমানী দায়িত্ব। পরে তিনি মেধাবী শিক্ষার্থীদের হাতে তিন মাসের লেখাপড়ার খরচের টাকা প্রদান করেন। উল্লেখ্য যে, ইয়াসিন-মাহমুদা স্মৃতি পরিষদের উদ্যোগে মিরপুর ও ভেড়ামারা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক জনগোষ্টি পরিবারের মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান, নগদ অর্থ প্রদান, মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা প্রদান, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহযোগিতাসহ নানাবিধ সহযোগিতা করে আসছে।

 

Please Share This Post in Your Social Media

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Site Customized By NewsTech.Com