1. admin@andolonerbazar.com : : admin admin
  2. andolonerbazar@gmail.com : AndolonerBazar :

এখনো যথেষ্ট শক্তিশালী হামাস

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

 

ঢাকা অফিস ॥ ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যুদ্ধ করার সক্ষমতা এখনো অটুট রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিষয়ক পর্যবেক্ষক সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব দ্য ওয়ার (আইএসডব্লিউ)। সংস্থাটি বলেছে, গত ১৮ মার্চ থেকে গাজা সিটির আল-শিফা হাসপাতালের কাছাকাছি অবস্থানরত ইসরাইলি সেনাদের লক্ষ্য করে অন্তত ৭০ বার হামলা চালিয়েছেন হামাসের যোদ্ধারা। গত বছর আল-শিফায় ধ্বংসযজ্ঞ চালানোর পর মার্চের শুরুতে আবারও সেখানে ফিরে আসে ইসরাইলের দখলদার সেনারা। এসব হামলার মাধ্যমে বোঝা যাচ্ছে হামাসের সক্ষমতা এখনো কমেনি। এ ব্যাপারে এক বিবৃতিতে তারা বলেছে, হামলার তীব্রতা ইঙ্গিত করছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটির যুদ্ধ করার সক্ষমতা অটুট রয়েছে, যদিও ওই স্থানে ইসরাইলি সেনারা অব্যাহত অভিযান চালিয়েছে। বর্তমানে আল-শিফার আশপাশে হামাসের অন্তত ছয়টি দল ইসরাইলি সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। এর আগে গত ৩ মার্চ গাজার জেইতুন নামক একটি অঞ্চল থেকে হামাসকে পুরোপুরি নির্মূল করার দাবি করেছিল ইসরাইল। তবে গতকাল বুধবার সেখানে আবারও ইসরাইলি সেনারা ফিরে আসে। যার অর্থ গাজা সিটির অন্যান্য অঞ্চলে যেভাবে হামাসের যোদ্ধারা নিজেদের কার্যক্রম পরিচালনা করছে। ঠিক একইভাবে জেইতুনেও তাদের কার্যক্রম চলছে। গত ৭ অক্টোবর হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ছয় মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে প্রায় ৩৩ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। গাজা থেকে হামাসকে পুরোপুরি নির্মূল করার ঘোষণা দিয়ে ছোট্ট এ উপত্যকায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরাইলি সেনারা। তবে তারা এই ক্ষেত্রে এখনো সফল হতে পারেনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Site Customized By NewsTech.Com