1. admin@andolonerbazar.com : : admin admin
  2. andolonerbazar@gmail.com : AndolonerBazar :
শিরোনাম :
অতি তাপমাত্রায় চরম বেকায়দায় সকল শ্রেণির মানুষ : কুষ্টিয়ায় সর্বোচ্চ ৪১.৮ ডিগ্রি তাপমাত্রা আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা মার্তার জিম্বাবুয়েকে হারিয়ে ভানুয়াতুর ইতিহাস বিতর্কিত ক্যাচের ছবি ফেসবুকে দিয়ে মুশফিক লিখলেন ‘মা শা আল্লাহ’ গাজায় ধ্বংসস্তূপ পরিষ্কারে লাগতে পারে ১৪ বছর : জাতিসংঘ রিজার্ভ বেড়ে ১ হাজার ৯৯৭ কোটি ডলার পোলট্রি সমিতির দাবি : গরমে দিনে মরছে ‘এক লাখ মুরগি’ পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত : কাদের থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

কারও কোনো বৈধ অধিকার নেই স্বাধীনতার ঘোষক হওয়ার : সদর খান

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৭ মার্চ, ২০২৪

 

 

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গত মঙ্গলবার (২৬মার্চ) বেলা ৩টার সময় কুষ্টিয়া শহরের এন এস রোডে বঙ্গবন্ধু সুপার মার্কেটে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সম্মেলন কক্ষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে দলটির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ সদর উদ্দিন খান। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলীর পরিচালনায় সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন জেলা তাঁতিলীগের সাধারন সম্পাদক হারুন অর রশিদ। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ অনুপ কুমার নন্দী, ডাঃ আমিনুল হক রতন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাসানুর আসকর হাসু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, সদস্য সাবেক ছাত্র নেতা হাবিবুল হক পুলক, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জেব উন নিসা সবুজ, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক রাজিব আহম্মেদ ও কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল আহম্মেদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক হাজী তরিকুল ইসলাম মানিক, কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ স ম এ্যাডঃ আক্তারুজ্জামান মাসুম, সাধারন সম্পাদক রেজাউল হকসহ জেলা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে কুষ্টিয়া সরকারি কলেজের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ সদর উদ্দিন খান এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলীর নেতৃত্বে পুষ্পস্তবক করা হয়। এ সময় দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সদর উদ্দিন খান বলেন, দেশের স্বাধীনতার ঘোষক নিয়ে এখনও বিতর্ক হয়। স্বাধীনতা ঘোষণার পাঠক কখনো ঘোষক হতে পারে না। এত বছর পরও সেই বিতর্ক চলছে। তিনি বলেন, ১৯৭০ সালের নির্বাচনের মধ্যদিয়ে স্বাধীনতা ঘোষণার ম্যান্ডেট এই অঞ্চলের জনগণের পক্ষ  থেকে একমাত্র বঙ্গবন্ধুই পেয়েছিল। আর কারও কোনো বৈধ অধিকার নেই স্বাধীনতার ঘোষক হওয়ার। এ দেশে এখনও অগণতান্ত্রিক সাম্প্রদায়িক শক্তি রয়েছে। যারা আমাদের বিজয়, আমাদের স্বাধীনতার বিরুদ্ধে অন্তরায় সৃষ্টি করে যাচ্ছে। আমাদের শপথ নিতে হবে, বিএনপি’র নেতৃত্বে যে সাম্প্রদায়িক অশুভ শক্তি বিষয়টিকে বাধা বা অন্তরায় হয়ে আছে, এই অপশক্তিকে আমরা শেখ হাসিনার নেতৃত্বে পরাজিত ও প্রতিহত করবো। তাই আমাদের সবাইকে একত্রিত হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে সকল অশুভ শক্তির মোকাবেলা করতে হবে।  অপরদিকে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী বলেন, বিএনপি-জামায়াত এদেশের মাটিতে মুক্তিযুদ্ধের সমস্ত ইতিহাস উৎখাত করার চেষ্টা করেছিল। এদেশে বঙ্গবন্ধুর নেতৃত্বে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা ভাই ভাই এক সঙ্গে যুদ্ধ করে বাংলাদেশটাকে স্বাধীন করেছি। সেই জায়গায় এটাকে উৎখাত করার ষড়যন্ত্র করেছিল। আজকেও সেই চক্রান্তে লিপ্ত আছে। তারা পিছন থেকে ষড়যন্ত্র করে। এখনো সেই ষড়যন্ত্রের মধ্যে আমরা আছি।  তাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে এদেশের মাটিতে যে সমস্ত চক্রান্ত চলছে, তাকে পিছনে ফেলে বঙ্গবন্ধুর ইতিহাস উদ্ধার করতে চাই। স্বাধীনতার ইতিহাস উদ্ধার করতে চাই। আমরা এক সঙ্গে কাজ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে অশুভশক্তিকে প্রতিহত করব। সেই দিকে লক্ষ্য রেখে আজকের এই দিনে আমরা শপথ নিই জননেত্রী ােসিনার হাতকে শক্তিশালী করে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে প্রতিষ্ঠিত করতে চাই।

Please Share This Post in Your Social Media

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Site Customized By NewsTech.Com