1. admin@andolonerbazar.com : : admin admin
  2. andolonerbazar@gmail.com : AndolonerBazar :

কুষ্টিয়ায় ক্যাব’র মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

 

নিজ সংবাদ ॥ অস্বাস্থ্যকর, অনিরাপদ ও ফুডগ্রেড বিহীন ড্রামের ভোজ্যতেল ব্যবহারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে কুষ্টিয়ায় মানববন্ধন ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২২ এপ্রিল (সোমবার) বেলা ১০ টায় কনজুমারস এ্যাসোসিয়েশেন অব বাংলাদেশ ক্যাব কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ের (মুজিব চত্বরে) এ মানববন্ধন ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ক্যাব কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ খান এর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কনজুমারস এ্যাসোসিয়েশেন অব বাংলাদেশ ক্যাব কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি জামিল চৌধুরী।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ক্যাব সুনামগঞ্জ প্রফেসর মোস্তাহার মিয়া, শাজাহান সিরাজ ক্যাব সুনামগঞ্জ, জাকিরুল ইসলাম ক্যাব সিলেট  বিভাগীয় কমিটি,  আশরাফ চৌধুরী ক্যাব সিলেট জেলা কমিটি, দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নাব্বির আল নাফিজ। এছাড়াও উপস্থিত ছিলেন, শামসুল আলম, খলিলুর রহমান মজু, রিনা নাসরীন, আবদুল মালেক, শহীদ মুসা, মিজানুর রহমান ভিজা, এস এম আনোয়ার, শামীম মন্ডল, সরোয়ার মন্ডলসহ জেলা ক্যাবের নেএীবৃন্দ প্রমুখ মানববন্ধনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন। মানববনন্ধ শেষে উপস্থিত সদস্যবৃন্দ শহরের বিভিন্ন দোকান ও রাস্তায় ভোজ্যতেল বাজারজাতে অস্বাস্থ্যকর অনিরাপদ ও ফুডগ্রেড বিহীন ড্রাম ব্যবহার কেন নিষিদ্ধ? সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সরকার অনেক নির্দেশনা ও বিধিবিধান জারি করলেও মাঠ পর্যায়ে যথাযথ তদারকির অভাবে সরকারের অনেকগুলি ভালো উদ্যোগের সুফল জনগণ পায় না। তাই শুধু বিধিমালা তৈরি করলে হবে না। এর মাঠ পর্যায়ে যথাযথ বাস্তবায়নে ও নাগরিক পরিবীক্ষণ জরুরি।

 

 

Please Share This Post in Your Social Media

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Site Customized By NewsTech.Com