1. admin@andolonerbazar.com : : admin admin
  2. andolonerbazar@gmail.com : AndolonerBazar :

“কুষ্টিয়ার কালিশংকরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ” শিরোনামে প্রকাশিত খবরের বিরুদ্ধে প্রতিবাদ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

 

গত বৃহস্পতিবার, ২৮ শে মার্চ ২০২৪ তারিখে কুষ্টিয়ার স্থানীয় দৈনিক আন্দোলনের বাজার পত্রিকাসহ বেশ কয়েকটি পত্রিকায় কুষ্টিয়ার কালিশংকরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ নামীয় সংবাদটি স¤পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং পক্ষপাত দুষ্ট হইতেছে। প্রকৃত পক্ষে উক্ত শিরোনামের লিখিত সংবাদের যাবতীয় বক্তব্য অসত্য, মনগড়া এবং কল্পনাপ্রসূত হইতেছে।  প্রকৃতপক্ষে আব্দুল মালেক ও হোসেন আলী, শাহজাহান মালিথার বিরুদ্ধে কুষ্টিয়ার যুগ্ম জেলা জজ ১ম আদালতে দেং ২২/৮৩ নং বিভাগ বণ্টন বাবদ মোকদ্দমা আনয়ন করে। পরবর্তীতে উক্ত মোকদ্দমা বিচার ও নিষ্পত্তির জন্য কুষ্টিয়ার সদর সহকারী জজ আদালতে বদলি হয়। পরবর্তীতে শাহজাহান মালিথার অজান্তে মোকদ্দমাটি কুষ্টিয়ার অতিরিক্ত সহকারী জজ আদালতে বদলি হয়। উক্ত বদলির বিষয় ও পরবর্তী কার্যক্রমের বিষয় শাহজাহান মালিথা কিছুমাত্র অবগত ছিলেন না। উক্ত মোকদ্দমা মহামান্য হাইকোর্টে ৩৪৪৮/১৫ নং সিভিল রিভিশন মোকদ্দমার রায় অনুসারে শাহজাহান মালিথা .২৩৯৪ একর ও আব্দুল মালেক .০৪৯৬ একর জমি বাবদ ডিক্রি প্রাপ্ত হয়। উক্ত ডিক্রিকৃত জমি বিজ্ঞ এ্যাডভোকেট কমিশনারের ভ্রমাত্মক রিপোর্টের বুনিয়াদে আব্দুল মালেকের পক্ষে পক্ষপাতদুষ্ট রিপোর্ট দাখিল করেন এবং শাহজাহান মালিথার .২৩৯৪ একর জমি তাকে নালিশী দাগ হইতে ছাম না দিয়া সম্পূর্ণ যোগসাজশী ও আব্দুল মালেক দ্বারা প্রভাবান্বিত হয়ে অন্য বেনালিশী জমি (যা মামলার আরজির তপশিলভূক্ত নয়) হতে শাহজাহান মালিথাকে ছাম প্রদান করেন এবং সম্পূর্ণ একতরফাভাবে উক্ত রিপোর্ট দাখিল করেন। উক্ত রিপোর্টের বিরুদ্ধে শাহজাহান মালিথা সমস্ত ঘটনা উল্লেখ করে আপত্তি দাখিল করলে এ্যাডভোকেট কমিশনার জনাব মতিয়ার রহমান মিলনকে শাহজাহান মালিথার পক্ষে বিজ্ঞ আদালত জেরা করিবার সুযোগ দিলে শাহজাহান মালিথার পক্ষ হতে তার নিযুক্ত এ্যাডভোকেট কমিশনার জনাব মতিয়ার রহমান মিলনকে বিস্তারিত জেরা করেন। অতঃপর বিজ্ঞ সহকারী জজ অতিরিক্ত আদালত তাহার ৩০/১১/২৩ তারিখের ৩৩০নং আদেশে বিস্তারিত লিখিয়া কমিশন রিপোর্ট বাতিল ঘোষণা করেন এবং উক্ত বিষয়ে পুনরায় কমিশন হইয়া মোকদ্দমা নিষ্পত্তি হইতে পারে মর্মে আদেশ প্রদান করেন। বিজ্ঞ আদালতের উক্ত আদেশের বিরুদ্ধে আব্দুল মালেক মাননীয় জেলা জজ আদালতে ০৩/২৪ নং সিভিল রিভিশন মোকদ্দমা দায়ের করিয়াছেন যাহা বিচারাধীন আছে। আব্দুল মালেক তার দায়ের করা সিভিল রিভিশন মোকদ্দমার ফলাফল পর্যন্ত অপেক্ষা না করে একজন সম্পূর্ণ অসুস্থ প্যারালাইসিস রোগী শাহজাহান মালিথার পূর্বে নির্মিত এবং বসবাসরত বাড়ীঘর  ভেঙ্গে দেওয়ার জন্য জোর প্রচেষ্টা গ্রহণ করছেন। তিনি নিজে একজন সন্ত্রাসী এবং বিভিন্ন সন্ত্রাসী যোগাড় করে একত্রে শাহজাহান মালিথার বাড়ীঘর ভেঙ্গে তছরূপাত করে শাহজাহান মালিথাকে তার বাড়ী হতে উচ্ছেদ করার জন্য চেষ্টা করছে এবং তার নিজের অপকর্ম ঢাকার জন্য পত্রিকায় মিথ্যা এবং ভিত্তিহীন সংবাদ পরিবেশনের চেষ্টা করছেন। উক্ত মিথ্যা সংবাদের বিরুদ্ধে আমি শাহজাহান মালিথা প্রবল প্রতিবাদ জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Site Customized By NewsTech.Com