1. admin@andolonerbazar.com : : admin admin
  2. andolonerbazar@gmail.com : AndolonerBazar :
শিরোনাম :
জিম্বাবুয়ে সিরিজের শুরুতে থাকবেন না সাকিব দক্ষিণ আফ্রিকায় ম্যান্ডেলা কাপে জিনাতের স্বর্ণ জয় বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ইরানের রাষ্ট্রপতির পাকিস্তান সফর দেশের ইতিহাসে রেকর্ড ১৬ হাজার ২৩৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রথম ধাপের উপজেলা ভোট : ৭ চেয়ারম্যান ও ৯ ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে আমিরের বৈঠক: কাতারের কাছে দীর্ঘমেয়াদি জ্বালানি সহায়তা চায় বাংলাদেশ ফের তাপমাত্রা বাড়ার আভাস দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে : কাদের প্রধানমন্ত্রী ও কাতার আমিরের দ্বিপক্ষীয় বৈঠক, ১০ চুক্তি-সমঝোতা স্মারক সই

কুষ্টিয়ায় জাগ্রত সাহিত্য ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে এসপি খাইরুল আলম : সভ্যতার বিকাশ ও সমৃদ্ধ দেশ গড়তে সৃষ্টিশীল মানুষকে সম্মান করতে হবে

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩ জুন, ২০২৩

 

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় জাগ্রত সাহিত্য ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম। তিনি বলেন, সাহিত্যকর্ম ব্যক্তিকে মার্জিত করে তোলে। সৃজনশীল সাহিত্য মননশীল মানুষ ও সমৃদ্ধ দেশ গড়ার হাতিয়ার। তাই সভ্যতার বিকাশ ও সমৃদ্ধ দেশ গড়তে সৃষ্টিশীল মানুষকে সম্মান করতে হবে। যাদেরকে বিশ্বজাহানের স্রষ্টা সৃজনশীল সাহিত্য সৃষ্টির যোগ্যতা দিয়েছেন তাদের সৃষ্ট সাহিত্যকর্ম মানুষের সামনে তুলে ধরতে হবে। বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমানের সভাপতিত্ব এবং জাগ্রত সাহিত্য পরিষদ কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি এসএম জামালের সার্বিক তত্বাবধায়নে বিশেষ অতিথি ছিলেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফীন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা: এএফএম আমিনুল হক রতন, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনিসুজ্জামান ডাবলু। প্রধান আলোচকের বক্তব্য দেন জাগ্রত সাহিত্য পরিষদ কেন্দ্রীয় সভাপতি শিহাব রিফাত আলম। আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. জহুরুল ইসলাম, নাটক বিভাগে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট নাট্যকার মাসুম রেজা, কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম। পরে গুণীজন, রত্মগর্ভা মা, বিভিন্ন ক্যাটাগরিতে আদর্শ দম্পতিসহ সমাজসেবায় অবদান রাখায় সম্মাননা জানানো হয়। দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক আন্দোলনের বাজার পত্রিকা দীর্ঘ ৩২ বছর প্রকাশনায় অব্যাহত রাখায় প্রভাবশালী দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার সম্পাদক আনিসুজ্জামান ডাবলুকে সম্মাননা জানানো হয়। কুষ্টিয়ার গুণীজন পদক পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক, কবি, সাংস্কৃতিক সংগঠক ও সমাজসেবক আবদুর রশীদ চৌধুরী। এছাড়াও যারা পেলেন জাগ্রত গুণীজন সম্মাননা-২০২৩ এর সেরা আদর্শ জুটি হিসেবে ডা: আমিনুল হক রতন-ডা: আসমা জাহান লিজা (চিকিৎসা সেবায় আদর্শ জুটি), মো: আমিরুল ইসলাম-আশরাফুননাহার দিনু (সংস্কৃতিতে আদর্শ জুটি), হািববুল আলম-সাফিনা আঞ্জুম জনী (ব্যবসায়ী খাতে আদর্শ জুটি), রাশেদুল ইসলাম বিপ্লব-আফরোজা আক্তার ডিউ, (সাংবাদিকতায় আদর্শ জুটি) ড. মুহম্মদ এমদাদ হাসনায়েন-ড. সারিয়া সুলতানা (কুষ্টিয়ার ইতিহাস গবেষক আদর্শ জুটি), ড. সরওয়ার মুর্শেদ রতন-ড. আকলিমা খাতুন ইরা (সাহিত্যে আদর্শ জুটি), এছাড়াও রত্মগর্ভা মায়ের সম্মাননা লাভ ডা: মুসাদ্দেক রেজা রিপনের মা সুলতানা রাশিদা (টগর)। ক্রীড়াক্ষেত্রে সফল মায়ের সম্মাননা লাভ করেছেন মিরপুর উপজেলার আমলার সাঁতার প্রশিক্ষক ও মিরপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, দেশের প্রখ্যাত নাট্যকার, ঔপন্যাসিক, নাট্য নির্দেশক মাসুম রেজা পেয়েছেন সংষ্কৃতি সেবার সম্মাননা।  দেশসেরা উপজেলা চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক লাভ করায় মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফীনকে দেওয়া হয় জনতার চেয়ারম্যানের সম্মাননা। তরুণ শিল্প উদ্যোক্তা হিসেবে মডার্ণ প্লাইউড এন্ড উড প্রসেসিং লি: এর চেয়ারম্যান আকরাম হোসেন বাবু পেয়েছেন তরুণ শিল্প উদ্যোক্তার সম্মাননা, শিক্ষক্ষেত্রে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. জহুরুল ইসলাম পান উদ্যোক্তা (শিক্ষাক্ষেত্রে);’র সম্মাননা, সাহসী সাংবাদিকতার সম্মাননা লাভ করেন (দৈনিক কালের কন্ঠ)’র তারিকুল হক তারিক,

Please Share This Post in Your Social Media

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Site Customized By NewsTech.Com