1. admin@andolonerbazar.com : : admin admin
  2. andolonerbazar@gmail.com : AndolonerBazar :

কুষ্টিয়ায় ফিতরা ১০০ টাকা, যাকাত ৫৮ হাজার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ মার্চ, ২০২৩

 

বৃহত্তর কুষ্টিয়া জেলায় এবার ফিতরা নির্ধারন করা হয়েছে ১০০ টাকা। যাকাতের নেসাব ৫৮ হাজার টাকা। সোমবার বেলা ১১ জেলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কুষ্টিয়া জেলা উলামা পরিষদের সভাপতি মুফতি আব্দুল হামিদ এর সভাপতিত্বে এবং চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ আল হাবিবি ও মেহেরপুর জেলা ওলামা পরিষদের সভাপতি মুফতি হাফিজুর রহমানের সভাপতিত্বে এক যৌথসভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা ও মেহেরপুর ওলামারা ভার্চুয়ালী অংশ নেন। তিন জেলার শীর্ষ উলামায়ে কেরামের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহন করা  হয়। এ বছর ফিৎরার পরিমাণ গমের আটা হিসেবে ১শ টাকা খেজুরের হিসাবে ১ হাজার টাকা এবং কিচমিচ হিসাবে ১৫শ টাকা। যাকাতের নিসাব নির্ধারণ করা হয় ৫৮ হাজার টাকা। সিদ্ধান্তটি সকল মসজিদে ঘোষণা দেওয়ার জন্য সকল ইমাম ও খতিব গনকে  অনুরোধ করা হয়। যাতে আমল করতে গিয়ে জনগণ বিপদ গামী না হয়। এবং ওলামায়ে কেরামের বিষয়ে সাধারণ মানুষের আকিদা খারাপ না হয়। এবং সমাজে অপব্যাখ্যা কারি কোন দল বা  ব্যক্তি দ্বারা জনগণ যেন বিভ্রান্তির মধ্যে না পড়ে সেদিকেও সজাগ দৃষ্টি রাখার জন্য ওলামায়ে কেরামকে  অনুরোধ জানানো হয়। এবং সর্বস্তরের  মুসলমানকে কোন প্রকার সন্দেহ বা দ্বিধা ছাড়াই ওলামায়ে কেরামের সিদ্ধান্ত অনুযায়ী আমল করার আহ্বান করা হয়। সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া কেন্দ্রিয় ঈদগাহের খতিব মাওলানা আব্দুল হালিম শরীফ। আরো উপস্থিত ছিলেন মাওলানা হাফেজ আবু দাউদ, মাওলানা তারিকুর রহমান, হাফেজ মোঃ আব্দুল করিম, মাওলানা রফিকুল  ইসলাম নদবী, মাওলানা আফজাল হোসেন, মাওলানা ইব্রাহিম খলিল, মুফতি-রেজাউল-করিম, মাওলানা আব্দুল হাকিম, ডাঃ মুফতি ঈয়াকুব বিন আজমল, হাফেজ আরিফুজ্জামান, মুফতি আব্দুর রউফ, মুফতি মুক্তারুজ্জামান, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা হুজ্জাতুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, মুফতি ফারুক হুসাইন, মাওলানা হাবিবুল্লাহ ফারুকী, মাওঃ আলাউদ্দীন, মাওঃ রেজাউল করীম  ষ্টেশন  মসজিদ, মাওঃ সাইদুল ইসলাম  ভেড়ামারা, মাওঃ শাহজামাল, মুফতি আনোয়ারুল ইসলাম, মাওঃ নাজমুল ইসলাম, হাফেজ আবু সুফিয়ান, হাফেজ আবুল খায়ের, হাফেজ মুমিনুল ইসলাম, হাফেজ  গোলাম মাওলা, মাওঃ শিহাব উদ্দিন,  মাওঃ মোজাম্মেল হক প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

Please Share This Post in Your Social Media

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Site Customized By NewsTech.Com