নিজ সংবাদ ॥ সাম্প্রতিক সময়ে পুলিশ ও অন্যান্য সরকারী চাকুরীজীবি পরিচয়ে সরকারী ও বেসরকারী চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে অনেক প্রতারক চক্র চাকুরী প্রত্যাশীদের নিকট হতে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিচ্ছে। এরুপ অপরাধ চক্রকে গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য র্যাব সদা তৎপর। গতকাল রবিবার বিকাল ৬টার দিকে সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার হরিণগাছি গ্রামে এক বিশেষ অভিযান পরিচালনা করে। ওই অভিযানে প্রতারক মোঃ রনি ইসলাম (২৫) গ্রেফতার করে। গ্রেফতারকৃত রনি হরিণগাছি গ্রামের মোঃ রহমত মন্ডলের ছেলে। গ্রেফতারের পর রনির কাছ হতে পুলিশের ইউনিফর্ম, মোবাইল ফোন এবং সীম কার্ড উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী তার নিজের অপরাধ স্বীকার করে এবং বহু লোককে চাকুরী দেওয়ার কথা বলে টাকা আতœসাৎ করেছে বলে জানায়। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত রনির বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি প্রতারনার মামলা দায়ের করা হয়েছে।