1. admin@andolonerbazar.com : : admin admin
  2. andolonerbazar@gmail.com : AndolonerBazar :

কোরিয়ার প্রথম ‘গুপ্তচর’ স্যাটেলাইট সাগরে বিধ্বস্ত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩১ মে, ২০২৩

 

 

ঢাকা অফিস ॥ উত্তর কোরিয়ার সামরিক “গোয়েন্দা স্যাটেলাইট” উৎক্ষেপণ চেষ্টা ব্যর্থ হয়েছে। গতকাল বুধবার উৎক্ষেপণের কিছুক্ষণ পর ত্রুটির কারণে স্যাটেলাইটটি সাগরে বিধ্বস্ত হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় নিউজ এজেন্সি (কেসিএনএন) জানিয়েছে, উৎক্ষেপণ করা নতুন স্যাটেলাইট “চেওলিমা-১” কোরিয়ার পশ্চিম সাগরে বিধ্বস্ত হয়েছে। প্রথমে স্বাভাবিকভাবে উৎক্ষেপণ হয়। প্রথম ধাপ বিচ্ছিন্ন হওয়ার পর ইঞ্জিনের অস্বাভাবিক স্টার্ট আপের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এটি। এদিকে এ প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর দ্রুত আরেকটি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছে পিয়ংইয়ং। দ. কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) জানান, স্থানীয় সময় গতকাল বুধবার উত্তর কোরিয়ার উ. পিয়ংগান প্রদেশের টংচাং কাউন্টি অঞ্চলের দিকে ৬টা ২৯ মিনিটে একটি স্যাটেলাইট উৎক্ষেপণ শনাক্ত করা হয়। স্যাটেলাইটটি উৎক্ষেপণের পরপরই দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ভুল করে সাইরেন বাজানো হয়। জাপানে ওকিনাওয়ার বাসিন্দাদেরও সতর্ক করা হয়। যদিও পরবর্তীতে জানানো হয় ভূখ-ে সেটি আঘাত হানার কোনো আশঙ্কা নেই।এর আগে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমের ওপর নজর রাখতে ১১ই জুনের মধ্যে একটি স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা দিয়েছিল। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলছে, উত্তর কোরিয়া যে রকেট উৎক্ষেপণ করেছে তা মাঝ আকাশেই ধ্বংস হয়ে গেছে এবং এটি উৎক্ষেপণের পরপরই রাডার থেকে হারিয়ে যায়। এ বিষয়ে আরও তদন্ত করা হচ্ছে। স্যাটেলাইট বিধ্বস্ত নিয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত বিবরণ দেয়নি পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান রি পিয়ং চোল মঙ্গলবার উৎক্ষেপণের পরিকল্পনা ঘোষণা করে বলেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার “বেপরোয়া সামরিক কর্মকা-ের” জবাবে পিয়ংইয়ং একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন মনে করেন, শত্রুদের প্রতিরোধে তার দেশের প্রতিরক্ষায় সামরিক গোয়েন্দা স্যাটেলাইট স্থাপন করা জরুরি। সেজন্য অন্তত তার শাসনামলে মহাকাশে এটি স্থাপনে তিনি তোড়জোড় চালাচ্ছেন।

 

 

 

Please Share This Post in Your Social Media

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Site Customized By NewsTech.Com