1. admin@andolonerbazar.com : : admin admin
  2. andolonerbazar@gmail.com : AndolonerBazar :
শিরোনাম :
মার্তিনেসের আচরণে ক্ষুব্ধ ফরাসি ক্লাব প্রেসিডেন্ট তিন লাল কার্ডের ‘বিতর্কিত’ ম্যাচে মাঠ ছাড়ল মোহামেডান, জয়ী আবাহনী পাঁচ উইকেট নিয়ে নাসুম, ‘অনেক ক্ষুধার্ত ছিলাম’ বিবিসির বিশ্লেষণ ইরান-ইসরাইল সংঘাতের পরিণতি কোন দিকে প্রথম পতাকার নকশাকার শিব নারায়ণ দাশ আর নেই ইরানে হামলার খবরে বেড়েছে তেল ও সোনার দাম নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে বিজিপির আরও ১৩ সদস্য কৃষির উন্নয়নে সমবায় পদ্ধতি চালু করার পরামর্শ প্রধানমন্ত্রীর হাটশ হরিপুরে নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন সাবেক এমপি সোহরাব উদ্দিন দক্ষিণাঞ্চলে পানির জন্য হাহাকার : পানির স্তর নেমে যাওয়ায় শুস্ক মৌসুমে পানি শুন্য কুষ্টিয়া

জ্যোতির্ময় অভিযোজনের কুষ্টিয়া

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩ মে, ২০২৩

 

তাইন রিজভী ॥ কুষ্টিয়া, যেখান থেকে-  মুজিবনগর সরকার; যুদ্ধের বৈশ্বিক ইতিহাসে অনন্য দৃষ্টান্ত “পাকবাহিনীর ২৭বালুচ রেজিমেন্ট (ডি-কোম্পানী) নিশ্চিহ্ন; ৭১’এ পাক-ভারত সৈন্যক্ষয়ী সম্মুখ সমরে কয়েক শত ভারতীয় সৈন্যের জীবন উৎসর্গ; পাকবাহিনীর সাথে মুক্তিফৌজের বংশীতলা সম্মুখ সমর; “বঙ্গবন্ধুর” রাজনৈতিক অভিষেক১৯৪৪ সালে এবং সেটা কুষ্টিয়ার পরিমল থিয়েটার হলে অনুষ্ঠিত নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনের মাধ্যমে (যঃঃঢ়ং://িি.িননপ.পড়স/নবহমধষর/হবংি-৫১৭৭০৪৪৬) ; রবিঠাকুরের”গীতাঞ্জলির”একাংশ, যা শিলাইদহ থেকে রচিত; বৃটিশ বিরোধী বিপ্লবী বাঘাযতীন ও বিপ্লবীদের অর্থ যোগানদাতা কাজী মিয়াজী; কুমারখালীর এম.এন. প্রেস; শ.ম শওকত স্যারের বইয়ে আছে যে,কলকাতার আনন্দবাজার পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রফুল্ল সরকার কুমারখালীর মানুষ এবং এম.এন হাই স্কুল থেকে ম্যাট্রিক; বাউল সম্রাট ফকির লালন শাহ্; শিলাইদহের বাউল গগনহরকরার গানের সুরে বাংলাদেশের জাতীয় সংগীত; সাংবাদিক কাঙ্গাল হরিনাথ মজুমদার(গ্রাম বাংলার স্কন্ধে জমিদার ও পুলিশ নিবন্ধে, তিনি লিখেছেন “স্বদেশ নষ্ট কপটে   প্রজা মরে দাপটে   কি করিবে রিপোর্টে”); মীর মশাররফ হোসেন, ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্র (কাইজার-ই-হিন্দ খেতাবপ্রাপ্ত), রায়বাহাদুর জলধর সেন; কবি-সাহিত্যিক- খন্দকার আবু বককর,ডক্টর উপেন্দ্রনাথ ভট্টাচার্য, ডক্টর হরে গোপাল বিশ্বাস, জগদীশ চন্দ্র গুপ্ত, রাজকৃষ্ণ মুখোপাধ্যায়, সুরেন্দ্রনাথ দাশগুপ্ত, খগেন্দ্র মিত্র,তন্দ্রাচার্য শিবচন্দ্র, বিমল বিহারী মজুমদার, মহাম্মদ নেজামতুল্লাহ,নাট্যকার মোঃ আব্দুল লতিফ, আকবর হোসেন, ভোলানাথ দত্ত; স্বাধীনতার ঘোষণাপত্রের অন্যতম রচয়িতা ব্যারিষ্টার এম.আমীর-উল ইসলাম; জাতীয় পতাকার অন্যতম রূপকার কাজী আরেফ আহাম্মেদ; গ্রামীণ অবকাঠামো উন্নয়নের বৈশ্বিক রোলমডেল এল.জি.ই.ডি এর স্বপ্নদ্রষ্টা ও প্রধান প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকী; কুষ্টিয়ার খোকসা-জানিপুরের #জুবেলীথব্যাংক  ১৯১৩ সাল থেকে এখনো চালু থাকা দেশের সবচাইতে পুরাতন ব্যাংক; জগতী থেকে বাংলাদেশে রেলযাত্রার সূচনা; #ভারতবর্ষে দেশিপুঁজির ১ম শিল্পোদ্যোক্তা মোহিনী মোহন চক্রবর্তী (যিনি ভারতবর্ষে প্রথম ২১ জন গ্রাজুয়েটের,একজন); টোকিও ট্রায়েলের দৃঢ?প্রত্যয়ী জাজ ড: রাধা বিনোদ পাল; ব্রিটিশ-ভারতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, পরবর্তীতে সরকারের আইন সচিব,সমাদৃত কিছু আইন গ্রন্থ প্রণেতা স্যার এম.এন. মুখার্জির বিশাল চত্বরের ২তলা বাড়িটি (মন্ডল বাড়ি) এখনো জগতীতে অক্ষত রয়েছে;চীফ জাষ্টিস হাসান ফয়েজ সিদ্দিকী; মৌলভী আফসার উদ্দিন;শামসুদ্দিন মিনিস্টার; বেগম বদরুন্নেসা(যাঁর স্মরনে ঢাকার বদরুন্নেছা কলেজের নামকরণ);মধ্যপ্রাচ্যের সাথে কুটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বিস্তারে মুখ্য ভূমিকা পালনকারী সাবেক প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান (তবে দুঃখজনক হলেও সত্য যে তার নেতৃত্বেএকটি প্রতিনিধি দল,জাতিসংঘের সাধারণ পরিষদে মুক্তিযুদ্ধের বিরোধীতা করে পাকিস্তানের পক্ষে সাফাই দেন), সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনের অন্ত:প্রাণ শিল্পপতি দেবি প্রসাদ চক্রবর্তী(কানু বাবু); উপমহাদেশের খ্যাতিমান শ্রমিক নেতা কমরেড রওশন আলী; গনতন্ত্রী পার্টির প্রয়াত নেতা সৈয়দ আলতাফ হোসেন; ভারতীয় চলচ্চিত্রের প্রবাদ পুরুষ সৌমিত্র চ্যাটার্জী(বর্তমান কয়া কলেজ তাদের পৈত্রিক বাড়ি।গ্রীষ্মের ছুটিতে পরিবারের সাথে নিয়মিত আসা যাওয়া ছিল। তিনি বাঘা যতীনের মামাতো ভাইয়ের ছেলে),হারাধন মুখার্জি; কবি আজিজুর রহমান; নীলকর অত্যাচারের প্রতিবাদে বিদ্রোহী জমিদার প্যারী সুন্দরী; খ্যাতিমান দাবাড়ু-গণিতজ্ঞ অধ্যাপক ড. কাজী মোতাহার হোসেন;২১শে পদক ভূষিত মাহমুদা খাতুন সিদ্দিকা; বাংলাদেশ শিশু একাডেমীর সাবেক চেয়ারম্যান জোবেদা খাতুন, শিশু সংগঠক রোকনুজ্জামান খান দাদাভাই; আত্মরক্ষামূলক শরীরচর্চায় “নিখিল বঙ্গ লাঠিয়াল বাহিনীর”ওস্তাদ ভাই খ্যাত সিরাজুল হক চৌধুরী; হার্টের সার্জন অধ্যাপক ডা: এস.আর খান; শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও গবেষক ড. আনোয়ারুল করিম,ড.আবুল আহসান চৌধুরী(কুষ্টিয়ার ইতিহাস গ্রন্থের প্রণেতা); গীতিকার-সুরকার অধ্যাপক আবু জাফর; নাসার বিজ্ঞানী ডঃ এমদাদ হোসাইন, বাংলাদেশের অর্থনীতিবিদদের সংগঠনে প্রয়াসী ড: আবুল বারাকাত, কয়লা থেকে লিথিয়ামথআয়ন ব্যাটারির ধহড়ফব(এ্যানড) আবিষ্কারক ড: সোহরাব হাসান,পানীয় জলের আর্সেনিক দূষণ নিরাময় কৌশলী ড.আবুল হুসসাম; মুক্তাঞ্চল থেকে ওয়ালিউল বারি চৌধুরী সম্পাদিত ও প্রকাশিত স্বাধীন বাংলার ১ম পত্রিকা “স্বাধীন বাংলা”; বিস্মৃতপ্রায় কাঙাল হরিনাথকে নতুন করে পরিচিতিকারি ম.মনিরুজ্জামান(খুলনা বেতারে১৯৮৪ ইং); নজরুলগীতি বিশেষজ্ঞ সোহরাব হোসেন (আলমডাঙ্গা), খালিদ হোসেন; লালনগীতির প্রসারে গুরু-শিষ্য মকসেদ আলী সাঁই ও ফরিদা পারভীন; ফুটবলে খ্যাতিমান তারকানাথ চৌধুরী (কলকাতা মোহন বাগানের ফুটবলার),তাজুল ইসলাম মান্না, স্বাধীনথবাংলাথফুটবলথদলের আলী ইমাম(জাতীয় দলের ফুটবলার) ও মনিরুজ্জামান পিয়ারা ( যঃঃঢ়ং://িি.িভধপবনড়ড়শ.পড়স/মৎড়ঁঢ়ং/৮২৯৩৭৬৪৩৭৫৯১৭৭৪/ঢ়বৎসধষরহশ/৮৮৭৯৯৭৬৫৫০৬২৯৮৫/ ),জাতীয় দলের কৃতি ষ্ট্রাইকার ও মিড ফিল্ডার সাব্বির(কুমারখালীতে জন্ম), রিজভী করিম রুমী (জাতীয় দল ও আবাহনীর সাবেক অধিনায়ক), বাংলাদেশের জাতীয় লীগে প্রথম হ্যাটট্রিকের রেকর্ডধারী কালা মানিক খ্যাত ফুটবলারথমোহাম্মদথমুসা; মিষ্টার ইষ্ট পাকিস্তান এম এ লতিফ; সার্কের দ্রুতমানব শাহআলম(বৃহত্তর কুষ্টিয়া); সাফ গেমসে স্বর্নজয়ী ভারোত্তোলক ফটিক দত্ত, কুস্তিগীর মানিক পালোয়ান;বক্সার আব্দুর রশিদ; ক্রিকেটার হাবিবুল বাশার সুমন;  ব্যাডমিন্টনে ফয়সাল কবীর বিপ্লব ও সুমন ভ্রাতৃদ্বয়; এয়ার রাইফেল শুটার সাইফুল আলম চৌধুরী রিংকী, হাফিজুর রহমান ডলার; সাঁতারু সবুরা খাতুন ……  শিল্পোদ্যোক্তা আফিল উদ্দিন, মেজর (অব:) এ.এম.আগা ইউসুফ, ইজই কর্নধার মজিবর রহমান, নাসির গ্রুপের নাসির উদ্দিন বিশ্বাস, হেলথকেয়ার ফার্মেসিউটিক্যালসের অ্যাড.আলাউদ্দিন আহমেদ; অনন্য গায়কীর আব্দুল জব্বার,নার্গিস পারভীন,আনোয়ার উদ্দিন খান; চলচ্চিত্রে সুজাতা,রাজু আহাম্মেদ,কায়েস,আহাম্মেদ শরীফ,মিজু আহাম্মেদ,স্বাধীন বাংলা বেতারে নাট্যকার কল্যাল মিত্র……  যেকোন “জ্যোতির্ময় অভিযোজনের” বাতি প্রজ্জ্বলিত হয় স্কুল থেকে। সেখানকার কারিগর- শিক্ষকবৃন্দ। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে হাই ইংলিশ (এইচ.ই) স্কুল হিসেবে স্বীকৃত শতবর্ষের গৌরব ১?জগন্নাথপুর মাধ্যমিক বিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃতি প্রাপ্তি ০১/০১/১৮৪৪ইং; ২? এম.এন মাধ্যমিক বিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃতি প্রাপ্তি:১৮৫৬; ৩?গোস্বামী দূর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃতি প্রাপ্তি ১৮৬০; ৪?কুষ্টিয়া হাই স্কুল, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃতি প্রাপ্তি ১৮৬১; ৫?জুনিয়াদহ মাধ্যমিক বিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃতি প্রাপ্তি:১৮৭২; ৬?আমলা সদরপুর বহুমুখী উচ্চবিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃতি প্রাপ্তি:১৮৯৯ ইং (তথ্যসূত্রঃ আমলা-সদরপুর স্কুলের শতবর্ষ স্মারক গ্রন্থ)। এছাড়া মিডিল ইংলিশ(এম.ই) স্কুল থেকে পরবর্তীতে উচ্চ বিদ্যালয়ে উন্নিত কুষ্টিয়া গার্লস স্কুল শতবর্ষী প্রতিষ্ঠান এবং প্রধান শিক্ষকের অবৈতনিক দায়িত্ব সহযোগে কাঙ্গালথহরিনাথথমজুমদার প্রতিষ্ঠিত কুমারখালী বালিকা বিদ্যালয়ের(১৮৬৩ খৃ:) এদেশে নারীথশিক্ষায়থপথিকৃতথপ্রতিষ্ঠান।  শিক্ষক মাত্রই জাতির শ্রদ্ধা ভাজন, শ্রদ্ধার্ঘ্য প্রয়াত শতবর্ষী শিক্ষক বাবুথসন্তোষথকুমারথদে,শুধু মিরপুর হাইস্কুলের স্থপতি প্রধানশিক্ষকই নন উপরন্তু মিরপুর গার্লসস্কুলের জমির বড় অংশ তাঁর দান।কুষ্টিয়া শহরের সাথে যে প্রিয় শিক্ষকদের নাম ওতপ্রোতভাবে জড়িত, তাদের মধ্যে প্রধান শিক্ষক হিসেবে সর্বজনাব- আব্দুল ওয়াহেদ (কুষ্টিয়া হাই স্কুল), নওশের আলী (কুষ্টিয়া জেলা স্কুলের স্থপতি প্রধান শিক্ষক), অ্যাড.আজিজুর রহমান আক্কাস (যিনি- ভেড়ামারা হাই স্কুলের প্রধান শিক্ষক,পরবর্তীতে আইন পেশায় আসেন এবং আগরতলা ষড়যন্ত্র মামলার একজন আইনজীবী,এমএনএ, মুক্তিযুদ্ধের একজন সংগঠক এবং এমপি, ফিরোজা আপা (চাঁদ সুলতানা উচ্চ বালিকা বিদ্যালয়), বি.এন বড়াল (কুষ্টিয়া জেলা স্কুল), সালেহা আপা (কুষ্টিয়া সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়), হাবিবুর রহমান (কুষ্টিয়া জেলা স্কুল,অতিরিক্ত ভাবে গার্লস স্কুলের সাময়িক দায়িত্বেও ছিলেন), ওয়ারেশ হোসেন (সিরাজুল হক মুসলিম হাই স্কুল,অতিরিক্ত ভাবে কুষ্টিয়া হাইস্কুলের অন্তর্র্বতী দায়িত্বেও ছিলেন), খুকুআপা (কুষ্টিয়া সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়), বহুমুখী প্রতিভার অধিকারী আসমা আপা (চাঁদ সুলতানা উচ্চ বালিকা বিদ্যালয়),পলাশ বাবু (আড়ুয়াপাড়া বালিকা বিদ্যালয়),খলিলুজ্জামান(এম এন হাই স্কুল), নীরেন বাবু (মিলপাড়া বালিকা বিদ্যালয়), কাজী আব্দুর রাজ্জাক (দিনমনি হাই স্কুল), লুল-উল বাহার (কুষ্টিয়ায় হাই স্কুল),সুলেখা জামান (মীর মশাররফ হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়), আ: বারি (পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের স্থপতি প্রধান শিক্ষক), রিজিয়া বেগম (কলকাকলি স্কুলের স্থপতি প্রধান শিক্ষিকা)। শিক্ষকদের মধ্যে রয়েছেন সর্বজনাব-  #কুষ্টিয়াথজেলাথস্কুল এর আব্দুল আজিজ, অমল কুমার মৈত্র,এনামুলহক, আবু তালেব,আ:লতিফ, মলিনকুমার, মোজাম্মেলহক, শ.ম শওকত আলী(কুষ্টিয়ার ইতিহাস গ্রন্থের প্রণেতা), বান্দা  হাদি, কাজী নুরুল হক,চৌ:আ:মান্নান… #কুষ্টিয়াথসরকারিথবালিকাথবিদ্যালয় এর জাহানারা চাকলাদার, মহসিনা আপা, খুরশীদা আপা, হামিদ আপা, ইদ্রিস স্যার… #কুষ্টিয়াথহাইথস্কুল এর মাওলা বক্স স্যার, বেগ স্যার, মজিবর স্যার, আশরাফুল ইসলাম, আশরাফুল হক, আব্দুল ওহাব স্যার….. #সিরাজুলথহকথমুসলিমথহাইথস্কুল এর আফজাল স্যার, বাদশা স্যার , মিলন স্যার…… #চাঁদথসুলতানাথউচ্চথবালিকাথবিদ্যালয় এর বেলাআপা,রেবেকা আপা,সাবিহা আপা, ফিরোজা আপা,রোকেয়া আপা, হাফিজা আপা,তহুরা আপা,হেনা আপা,আফসার স্যার, মাহবুব স্যার……  #পুলিশথলাইন্সথস্কুলের এনামুল হক স্যার,জয়েন উদ্দিন আহমেদ স্যার,আব্দুল ওয়াহেদ স্যার,শফিউদ্দিন আহাম্মেদ, ধীরেন স্যার, লিয়াকত স্যার,রউফ স্যার,…..  আর ছাত্রদের মধ্য থেকে স্মরণীয় সেই প্রিয় মুখ বুয়েটের শহীদ আবরার ফাহাদ;       সবশেষে #অন্নদাশঙ্করথরায়, যিনি চাকরিসূত্রে মহাকুমা প্রশাসকের দায়িত্ব পালনের অভিজ্ঞতা থেকে কুষ্টিয়াকে নিয়ে বলেছেন “আমার শেষ জীবন কাটাতে চাই কুষ্টিয়া জেলায়, বাংলাদেশের- হৃদয় যেখানে”।

আসুন,স্মৃতিজাগানিয়া #কুষ্টিয়া কে নিয়ে লিখি-পড়ি। -তাইন রিজভী।   ঃধরহৎরুার@মসধরষ.পড়স

 

Please Share This Post in Your Social Media

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Site Customized By NewsTech.Com