1. admin@andolonerbazar.com : : admin admin
  2. andolonerbazar@gmail.com : AndolonerBazar :

ঝিনাইদহ সীমান্ত থেকে ৪০টি স্বর্ণের বারসহ ২ পাচারকারী আটক

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

 

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৪০টি স্বর্ণের বারসহ ২ জন পাচারকারীকে আটক করেছে ৫৮ বিজিবি।  মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্ত দিয়ে স্বণের একটি বড় চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার হবে। খবর  পেয়ে পলিয়ানপুর বিওপির একটি বিশেষ টহলদল ছয়ঘড়িয়া নামক স্থানে অবস্থান  নেয়। মঙ্গলবার বিকালে দুইজন ব্যক্তি মোটরসাইকেল যোগে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে থামায়। পরবর্তীতে বিজিবি টহলদল তাদের দেহ তল্লাশি করে একজনের কোমরের মধ্যে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় ৪০টি স্বণের বার উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত স্বণের ওজন ৪.৬৩৩  কেজি এবং বর্তমান বাজার মুল্য প্রায় ৪ কোটি ৪৮ লাখ টাকা। আটককৃত ব্যক্তিরা হলো- মহেশপুর উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের মৃত মকবুল  হোসেনের ছেলে মোঃ জসিম উদ্দিন (৫৩) এবং মৃত আকতার আলীর ছেলে মোঃ হুমায়ন কবির (৪০)। মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এইচ এম সালাহউদ্দিন চৌধুরী মঙ্গলবার রাতে সাংবাদিকদের  বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Site Customized By NewsTech.Com