1. admin@andolonerbazar.com : : admin admin
  2. andolonerbazar@gmail.com : AndolonerBazar :

টেবিলের নিচে থেকে ব্যবসায়ীর ১০ লাখ টাকা উধাও

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

 

নিজ সংবাদ ॥ পেঁয়াজের হাটের আড়ৎ থেকে প্রায় ১০ লাখ টাকা হারিয়ে গেছে বলে অভিযোগ তুলেছেন এক ব্যবসায়ী। আজ মঙ্গলবার কুষ্টিয়ার খোকসায় সাপ্তাহিক হাটের দিন সকাল সাড়ে ৮টার দিকে আলিম ট্রেডার্সের ক্যাশ টেবিলের নিচে থেকে ১০ লাখ টাকা ভর্তি  ব্যাগটি হারিয়ে গেছে বলে জানানো হয়। এ ঘটনায় জনতার হাতে আটক এক সন্দেহভাজনকে পুলিশে হেফাজতে নিয়েছে। তবে টাকা হারানোর ব্যাপারটিকে রহস্যজনক বলছে থানা পুলিশ। তাদের দাবি সবদিক বিবেচনা করেই তদন্ত চলছে। ব্যবসায়ী ও পুলিশ সূত্রে জানা গেছে, টাকা হারানোর সময় আলিম ট্রেডার্সের মালিক আব্দুল আলীমের ছেলে পারভেজ ক্যাশের দায়িত্বে ছিলেন। ক্যাশ টেবিলে তিন ফরিয়াসহ নিজেদের ১১ থেকে ১২ লাখ টাকা ছিল। এ টাকার মধ্যে দশলাখ টাকা ভর্তি একটি ব্যাগ টেবিলের নিচে রাখা ছিল। ক্যাশের দায়িত্বে থাকা পারভেজ জানান, সকালে তারা যখন কেনা বেচা নিয়ে ব্যস্ত ছিলেন, সেই সময় পেঁয়াজ বিক্রির কথা বলে রাজন নামে এক যুবক এসে ক্যাশ টেবিলের পাশের একটি চেয়ারে বসে। কিছু সময় পর সে উঠে চলে যায়। এর পর টাকার ব্যাগটি হারিয়ে যায়। এক পর্যায়ে বাসস্ট্যান্ড থেকে রাজনকে ডেকে এনে ব্যবসায়ীরা জিজ্ঞাসা শুরু করলে থানা পুলিশের এসআই বজলুর রশিদ ফোর্সসহ হাজির হয়ে রাজনকে থানায় নিয়ে যায়। রাজন উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কালিশংকরপুর এলাকার মৃত মুক্তিযোদ্ধা যগলুল মেলেটারীর ছেলে। ব্যবসায়ী আব্দুল আলীম জানান, টাকা হারানোর অভিযোগ করে তিনি বিপদে রয়েছে। এখন অনকেই প্রতারককে সমর্থন দিচ্ছে। তিনি কি করে প্রমাণ করবেন তার ব্যবসায়ীক প্রতিষ্টান থেকে টাকা ছিনতাই হয়েছে। রাতে থানায় বসার কথা রয়েছে। সেই অপেক্ষায় আছেন।  তিনি দাবি করেন, রাজন তার আড়তে আগে কখনো আসেনি। হঠাৎ এলো ক্যাশের কাছে বসলো। সে চলে যাওয়ার সাথে সাথে তার টাকার ব্যগটি হাওয়া হয়ে গেলে। তার দাবি রাজন মাদক কারবারী। সে একাধিক বার মাদকসহ ধরা পরেছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান স্বীকার করেন রাজন মাদকসহ দুইবার থানা পুলিশের কাছে ধরা পরেছে। তবে তিনি বলেন,টাকা হাতিয়ে নেয়ার সাথে সে যে জড়িত কিনা আগে নিশ্চিত হতে হবে। পরে চালান করার  হোক আর যেটা হয় সেটা করুক তাদের আপত্তি থাকবে না। তবে পুলিশ তাদের নিশ্চিত করেছে রাজন এ ঘটনার সাথে জড়িত না। খোকসা থানা পুলিশের এসআই বজলুর রশিদের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে ওসির সাথে কথা বলতে বলেন। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আননুর জায়েদ আজকের পত্রিকা বলেন,বিষয়টি রহস্যজনক। সবদিক বিবেচনা করে তদন্ত চলছে। রাতে সবপক্ষকে নিয়ে থানায় বসার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Site Customized By NewsTech.Com