1. admin@andolonerbazar.com : : admin admin
  2. andolonerbazar@gmail.com : AndolonerBazar :

তালবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৯ ব্যাচের রজত জয়ন্তী ও ঈদ পূনর্মিলনী উৎসব

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

 

নিয়ামুল হক ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলায় “বন্ধুত্বের পঁচিশ হৃদয়ে রাখিস” এই শ্লোগান নিয়ে তালবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে ১৯৯৯ এসএসসি ব্যাচের ২৫ বছর পূতির্তে  রজত জয়ন্তী ও ঈদ পূনর্মিলনী উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত ১২ এপ্রিল দিনব্যাপী তালবাড়িয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বন্ধুমহল এসএসসি ব্যাচ-৯৯ এর আয়োজনে এ রজত জয়ন্তী ও ঈদ পূর্ণমিলনী উৎসব অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতে ৯৯ ব্যাচের লোগো সম্মিলিত টি-শার্ট পরিধান করে সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা করে ৯৯ ব্যাচের বন্ধুমহল ও তাদের পরিবারবর্গ ও প্রাক্তন শিক্ষকরা, পরে সকাল ১১টায় আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ৯৯ ব্যাচের সাবেক শিক্ষার্থী বেলাল, সভার শুরুতে অতিথি ও শ্রদ্ধেয় শিক্ষকদের ব্যাচ পরানো হয়। মূল আলোচনার আগে ৯৯ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা তাদের নিজ নিজ পরিচিতি, কর্মজীবন ও পারিবারিক অবস্থান তুলে ধরেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, তালবাড়িয়া ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মন্ডল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, সাবেক শিক্ষক, বর্তমানে (পিবিআই) ঢাকা মেট্রো সাউথ জোন এর সহকারী  পুলিশ সুপার মনিরুল ইসলামসহ তালবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আজিজুর রহমান, সিনিয়র শিক্ষক বদিউল আলম, সিনিয়র শিক্ষক আব্দুল্লাহীল মারুফ সিদ্দিকী,  অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মইনুল ইসলাম। এ সময় অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ আশরাফ উদ্দিন, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক সিরাজুল হক উপস্থিত ছিলেন। আলোচনা সভার প্রথম দিকে ৯৯ ব্যাচের বন্ধুমহল তাদের নিজ স্কুল জীবনকে ঘিরে স্মৃতিচারণ করেন, এসময় তারা বলেন, একটা সময় আমাদের কলরবে এই বিদ্যালয় প্রাঙ্গন মুখরিত থাকতো, প্রিয় শিক্ষকদের শাসন, বন্ধুদের সাথে আড্ডা, দুষ্টামী  সবকিছুই আজ বেশি বেশি মনে পড়ছে, সেই ২৫ বছর পরে সবাই একসাথে হওয়ার যে অনুভূতিটা একেবারেই অন্যরকম, তবে বর্তমানে দুনিয়ার চিরচারিত নিয়ম  বেড়াজালে সবাই নিজ নিজ কর্মজীবন নিয়ে ব্যাস্ত। অনেকেই দেশের বাইরে থাকেন, বছরে হয়তো আমাদের  সেভাবে দেখাও হয়না, শুধুমাত্র কোন উৎসব আসলেই অধিকাংশ বন্ধুর সাথে দেখা হয়, সবাই ঈদের কারণে কর্মব্যস্ততা ছেড়ে প্রিয় শিক্ষকদের নিয়ে একসাথে হতে পেরে ভালো লাগছে। পরিচিত মুখগুলোকে দেখে খুবই ভালো লাগছে। এসময় সবাই আবেগে আপ্লুত হয়ে পড়েন। শিক্ষার্থীরা তাদের শ্রদ্ধেয় শিক্ষকদের কড়া শাসন ও নিরন্তর ভালবাসা পাওয়ার মাধ্যমে যে পাঠদান পেয়েছিলেন যার মাধ্যমে আজ তারা মানুষের মত মানুষ হতে পেরেছেন সেই প্রাপ্তিটা শিক্ষকদের উপস্থিতিতে তা শ্রদ্ধাভরে স্মরণ করেন। শিক্ষকরাও তাদের পিছে ফেলে আসা দিনগুলোর কথা স্মৃতিচারণ বক্তব্যের মধ্যে তুলে ধরেন। এসময় ছাত্র-শিক্ষক উভয়ই আবেগে আপ্লুত হয়ে পড়েন, যা ছাত্র শিক্ষক’র ভালোবাসা মিলন মেলায় পরিনত হয়। জুম্মার নামাজের বিরতির পর মধ্যাহ্নভোজ  হয়, মধ্যাহ্নভোজের পর  আলোচনা সভা শেষে এসএসসি ৯৯ ব্যাচের বন্ধুরা অতিথি ও শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। উনুষ্ঠানটি উপস্থাপনা করেন, সাবেক শিক্ষার্থী শেখ মমতাজুর রহমান (চিলড্রেন) সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, সাবেক শিক্ষার্থী নিয়ামুল হক, রুবেল, লাবু, আনিচ, বেলাল, সুভো, জহুরুল, সুরুজ, সেলিম, ইকরামুল, তমাল, আরিফ, কেয়ারুলসহ আরো অনেকে। আলোচনা সভার পর বন্ধুমহলদের এবং তাদের স্ত্রী ও সন্তানদের চার ধরনের প্রীতি  খেলার আয়োজন করা হয় ও খেলা শেষে খেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এবং সবশেষে র?্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র?্যাফেল ড্রতে পুরস্কার বিজয়ীরা পুরস্কার নিয়ে বেশ আনন্দে উচ্ছ্বাসে বাড়ি ফেরেন।

 

Please Share This Post in Your Social Media

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Site Customized By NewsTech.Com