1. admin@andolonerbazar.com : : admin admin
  2. andolonerbazar@gmail.com : AndolonerBazar :
শিরোনাম :
জিম্বাবুয়ে সিরিজের শুরুতে থাকবেন না সাকিব দক্ষিণ আফ্রিকায় ম্যান্ডেলা কাপে জিনাতের স্বর্ণ জয় বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ইরানের রাষ্ট্রপতির পাকিস্তান সফর দেশের ইতিহাসে রেকর্ড ১৬ হাজার ২৩৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রথম ধাপের উপজেলা ভোট : ৭ চেয়ারম্যান ও ৯ ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে আমিরের বৈঠক: কাতারের কাছে দীর্ঘমেয়াদি জ্বালানি সহায়তা চায় বাংলাদেশ ফের তাপমাত্রা বাড়ার আভাস দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে : কাদের প্রধানমন্ত্রী ও কাতার আমিরের দ্বিপক্ষীয় বৈঠক, ১০ চুক্তি-সমঝোতা স্মারক সই

নিরাপদ সবজি উৎপাদনে সারাদেশে ট্রাইকো-কম্পোস্টের ব্যবহার বাড়ছে

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২ জুন, ২০২৩

 

কৃষি প্রতিবেদক ॥ ট্রাইকো-কম্পোস্ট মূলত এক বিশেষ ধরনের জৈবসার। এটি একাধারে জৈবসার এবং পাশাপাশি অণুজীবঘটিত জৈব বালাইনাশক। যা মাটিবাহিত  রোগ দমনে বিশেষভাবে কার্যকরী। কেঁচোসারসহ যে কোনো ধরনের জৈবসারের সঙ্গে ট্রাইকো-ডার্মা নামক উপকারী অনুজীব মিশিয়ে ট্রাইকো-কম্পোস্ট তৈরি করা যায়। জৈবসারকে বলা হয় মাটির প্রাণ। ফসল উৎপাদনে মাটির গুণগতমান ঠিক রাখতে কমপক্ষে ৫ শতাংশ জৈব পদার্থ থাকা জরুরি। মাটির স্বাস্থ্য ও উর্বরতা সুরক্ষা এবং গুণগত ফলন পেতে সবজি ফসল উৎপাদনে কৃষক ভাইয়েরা জমিতে  জৈবসার প্রয়োগ করে থাকেন। এ জৈবসারের সঙ্গে ট্রাইকো-ডার্মা মিশিয়ে আমরা সহজেই ফসলের মাটিবাহিত রোগসমূহ দমন করতে পারি। আমাদের দেশে সবজি ফসল চাষে মাটিবাহিত রোগসমূহ এক বড় অন্তরায়। এর মধ্যে ব্যাক্টেরিয়া ও ছত্রাকজনিত ঢলেপড়া রোগ, চারা গাছের ড্যাম্পিং অব, গোড়া পচা, শিকড় পচা, কান্ড পচা, কন্দ পচা, কৃমিজনিত গিট রোগ ছাড়াও গাছের গোড়া ও মাটির নিচের অংশে যে কোনো আক্রমণই মাটিবাহিত জীবাণু যেমন- ছত্রাক, ব্যাক্টেরিয়া ও কৃমির কারণে হয়ে থাকে। কিছু কারণে মাটিবাহিত এ রোগসমূহ দমন বেশ কষ্টসাধ্য। প্রথমত, এসব রোগের জীবাণু মাটিতে সুরক্ষিতভাবে থাকে। দ্বিতীয়ত, কিছু জীবাণু গাছের কান্ডের ভেতর আক্রমণ করায় বালাইনাশকের সরাসরি সংস্পর্শে আসে না। তৃতীয়ত, মাটিবাহিত রোগ দমনে বাজারে কার্যত খুব ভালোমানের বালাইনাশক  নেই। তাই এসব রোগ দমনে প্রতিকার অপেক্ষা প্রতিরোধ শ্রেয়। এক্ষেত্রে ট্রাইকো-কম্পোস্ট প্রয়োগ করে একইসঙ্গে মাটির স্বাস্থ্য সুরক্ষা ও মাটিবাহিত রোগজীবাণু দমন করা যায়। ট্রাইকো-ডার্মা মূলত একটি উপকারী ছত্রাক- যা অন্যান্য ক্ষতিকর  রোগ সৃষ্টিকারী জীবাণুদের দমন করে থাকে। এজন্য ট্রাইকো-ডার্মাকে বলা হয় অণুজীবঘটিত জৈব বালাইনাশক। ফসলের মাটিবাহিত রোগ দমনে ট্রাইকো-ডার্মা নামক অণুজীবের ব্যবহার সারা বিশ্বে প্রশংসিত। এজন্য ট্রাইকো-ডার্মার নানা প্রজাতি ব্যবহার করা হয়। এর মধ্যে অন্যতম হলো ট্রাইকো-ডার্মা হারজিনিয়াম এবং ট্রাইকো-ডার্মা ভিরিডি। সাধারণত মাটিতে প্রাকৃতিকভাবেই ফসলের জন্য উপকারী ও ক্ষতিকর দু’ধরনের অনুজীব থাকে। মাটিতে উপকারী অনুজীব বেশি থাকলে মাটি সুস্থ্য থাকে এবং ক্ষতিকর জীবাণুসমূহ ফসলে রোগ সৃষ্টি করতে পারে না।  জৈবসারের সঙ্গে ট্রাইকো-ডার্মা প্রয়োগ করলে মাটিতে দ্রুত উপকারী অণুজীব বৃদ্ধি পায়। এছাড়াও ট্রাইকো-ডার্মা মাটিতে বিদ্যমান পুষ্টি উপাদানসমূহকে গাছের গ্রহণ উপযোগী করে, ফলে গাছ অনেক বেশি সুস্থ্য সবল ও সতেজ হয়। এগুলো উদ্ভিদের মূলের বৃদ্ধি ত্বরান্বিত করে গাছের পানি গ্রহণ ক্ষমতা বাড়ায়- ফলে খরাপ্রবণ এলাকায় গাছ টিকে থাকতে পারে। সারাদেশে বর্তমানে বাণিজ্যিকভাবে বিভিন্ন কোম্পানি ট্রাইকো-ডার্মাভিত্তিক জৈব বালাইনাশক আমদানি, উৎপাদন ও বাজারজাতকরণ করে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত মহসিন এন্টারপ্রাইজের ডিকোপ্রাইমা। এতে ট্রাইকো-ডার্মা ছাড়াও জিওব্যাসিলাস ও  স্ট্রেপ্টোমাইসিস নামক আরো দু’টি উপকারী ব্যাকটেরিয়া রয়েছে। এছাড়াও আছে যুক্তরাজ্য থেকে আমাদনিকৃত রুসল আইপিএমের লাইকোম্যাক্স বা রিচার্জ। এতে ট্রাইকো-ডার্মার দুটি প্রজাতির পাশাপাশি মেটারিজিয়াম এবং বিউভারিয়া নামক উপকারী অণুজীব থাকায় এটি একইসঙ্গে মাটিতে বিদ্যমান রোগজীবাণু এবং ক্ষতিকর পোকামাকড়ের বিরুদ্ধে কার্যকরী। অন্যান্য ট্রাইকো-ডার্মাভিত্তিক বালাইনাশকের মধ্যে আরো রয়েছে ইস্পাহানি এগ্রো লিমিটেডের বায়োডার্মা,  হেকেমের ট্রাইকস্ট, জিএমই এগ্রো লিমিটেডের জিডার্মা প্রভৃতি। এছাড়াও বগুড়ায় অবস্থিত পল্লী উন্নয়ন একাডেমি বা আরডিএতে তরল ও পাউডার আকারে ট্রাইকো-ডার্মা পাওয়া যায়। নিজের উৎপাদিত বা বাজার থেকে কেনা জৈবসার বা  কেচোঁসারের সঙ্গে ট্রাইকো-ডার্মা মিশিয়ে আপনিও তৈরি করতে পারেন অতি কার্যকরী ট্রাইকোকম্পোস্ট। সাধারণত ট্রাইকো-ডার্মা, পাউডার ও তরল আকারে পাওয়া যায়। প্রথমে প্যাকেট বা বোতলের গায়ে নির্দেশিত মাত্রায় পানির সফঙ্গ ট্রাইকো-ডার্মা মিশিয়ে দ্রবণ তৈরি করে নিতে হবে। এরপর এই ট্রাইকো-ডার্মা দ্রবণ  জৈবসারের ওপর ¯েপ্র করে দিলেই ট্রাইকো-কম্পোস্ট তৈরি হবে। সাধারণত জমি  তৈরির সময় ট্রাইকো-কম্পোস্ট তৈরি করে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হয়। ট্রাইকো-ডার্মা মৃতজীবী হওয়ায় জৈবসার থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান গ্রহণ করে দ্রুত বৃদ্ধি পায় এবং পরবর্তী সময়ে ফসলকে সুরক্ষিত রাখে। ট্রাইকো-ডার্মা দিয়ে ট্রাইকো-কম্পোস্টতৈরি ছাড়াও মাটি শোধন, চারা শোধন বা রোগ দেখা দিলে গাছে ¯েপ্র করা যায়। ট্রাইকো-ডার্মাভিত্তিক একটি পরিবেশবান্ধব বালাইনাশক হলো ডিকোপ্রাইমা। বিশেষভাবে প্রক্রিয়াজাতকৃত ডিকোপ্রাইমা’র জীবনকাল পাঁচ থেকে ১০ বছর পর্যন্ত হয়ে থাকে। এর দ্রবণ তৈরির জন্য প্রথমে ১০০ গ্রাম ডিকোপ্রাইমা দুই লিটার পানিতে গুলিয়ে ৪৮ ঘণ্টা ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। এরপর এই দুই লিটার পানির সঙ্গে আরো ৫০ লিটার পানি মিশিয়ে দ্রবণ তৈরি করতে হবে। যারা বাণিজ্যিকভাবে জৈবসার বা ভার্মিকম্পোস্ট তৈরি করেন তারা এই দ্রবণ তাদের উৎপাদিত জৈবসার বা ভার্মিকম্পোস্টে ¯েপ্র করতে পারেন। জৈবসার তৈরিতে ডিকোপ্রাইমা ব্যবহার করলে জৈব পদার্থসমূহ দ্রুত পচবে এবং দুর্গন্ধমুক্ত থাকবে। এভাবে ৫০ গ্রাম ডিকোপ্রাইমা দিয়ে এক টন জৈবসারকে ট্রাইকোকম্পোস্টে পরিণত করা সম্ভব। মাটিবাহিত নানাবিদ রোগবালাইয়ের কারণে প্রতি বছর অনেকেই ক্ষতিগ্রস্ত হোন। কারণ এ রোগগুলো দেখা দেওয়ার পর কার্যত তেমন কিছু করার থাকে না। রাসায়নিক বালাইনাশক দিয়েও অনেক সময় কাঙ্খিত সুফল পাওয়া যায় না। আমাদের কৃষক ভাইরা যদি একটু সচেতন হোন এবং আগে থেকেই ব্যবস্থা গ্রহণ করেন তাহলে তারা এ ক্ষতি থেকে রক্ষা পেতে পারেন। দেশে গত এক যুগে সবজি উৎপাদনে রীতিমতো বিপ্লব ঘটে গেছে। জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থার তথ্য মতে, সবজি উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে তৃতীয়। আমাদের এ ধারাবাহিকতা ধরে রাখতে হলে রোগবালাই দমনে সচেষ্ট হতে হবে। এক্ষেত্রে পরিবেশবান্ধব ট্রাইকো-কম্পোস্ট আমাদের জন্য আশীর্বাদ হতে পারে। ট্রাইকো-কম্পোস্টে বিদ্যমান ট্রাইকো-ডার্মা জৈব বালাইনাশক হওয়ায় অন্যান্য রাসায়নিক বালাইনাশকের মতো পরিবেশ, প্রকৃতি ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। তবে ট্রাইকো-ডার্মা জীবিত অণুজীব বিধায় ব্যবহারের পূর্বে মেয়াদোত্তীর্ণের তারিখ ভালোভাবে দেখে নিতে হবে।

লেখক: প্রফেসর আবু নোমান ফারুক আহম্মেদ, চেয়ারম্যান, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ,  শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Site Customized By NewsTech.Com