1. admin@andolonerbazar.com : : admin admin
  2. andolonerbazar@gmail.com : AndolonerBazar :
শিরোনাম :
মার্তিনেসের আচরণে ক্ষুব্ধ ফরাসি ক্লাব প্রেসিডেন্ট তিন লাল কার্ডের ‘বিতর্কিত’ ম্যাচে মাঠ ছাড়ল মোহামেডান, জয়ী আবাহনী পাঁচ উইকেট নিয়ে নাসুম, ‘অনেক ক্ষুধার্ত ছিলাম’ বিবিসির বিশ্লেষণ ইরান-ইসরাইল সংঘাতের পরিণতি কোন দিকে প্রথম পতাকার নকশাকার শিব নারায়ণ দাশ আর নেই ইরানে হামলার খবরে বেড়েছে তেল ও সোনার দাম নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে বিজিপির আরও ১৩ সদস্য কৃষির উন্নয়নে সমবায় পদ্ধতি চালু করার পরামর্শ প্রধানমন্ত্রীর হাটশ হরিপুরে নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন সাবেক এমপি সোহরাব উদ্দিন দক্ষিণাঞ্চলে পানির জন্য হাহাকার : পানির স্তর নেমে যাওয়ায় শুস্ক মৌসুমে পানি শুন্য কুষ্টিয়া

ফাইনাল থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৫ জুন, ২০২৩

 

ক্রীড়া প্রতিবেদক ॥ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে থেকে নাম প্রত্যাহার  করে নিয়েছেন  অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড। ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে না পারায় ভারতের বিপক্ষে ফাইনালে খেলতে পারবেন না হ্যাজেলউড। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন অজি পেসার মাইকেল নেসার। গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিডনি টেস্টে অ্যাকিলিস ইনজুরিতে পড়েন হ্যাজেলউড। এরপর থেকে লাল বলের ক্রিকেটে খেলেননি তিনি। সর্বশেষ আইপিএল দিয়ে মাঠে ফিরলেও, পুরনো ইনজুরি পিছু ছাড়েনি তাকে। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে তিন ম্যাচ খেলার পরই দেশে ফেরেন হ্যাজেলউড। ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ না হলেও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে রাখা হয়েছিলো হ্যাজেলউডকে। সম্প্রতি অনুশীলন সেশনে পুরোদমে বোলিং করলেও অস্বস্তিবোধ করায় এবং ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের অ্যাশেজ সিরিজ  থাকায় তাকে নিয়ে ঝুঁকি নিতে রাজি নন নির্বাচকরা। এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘খেলার জন্য সবুজ সংকেত পাওয়ার খুব কাছে ছিলো জশ। তবে আমরা জানি, আমাদের সামনে সূচি মানে এই একটি মাত্র টেস্ট নয়।’ তিনি আরও বলেন, ‘এজবাস্টনের আগে এখন আদর্শ প্রস্তুতির সুযোগ পাবে হ্যাজেলউড। সাত সপ্তাহের একটু বেশি সময়ের মধ্যে ছয়টি টেস্ট থাকায়  পেস বোলিংয়ের আমাদের সব অস্ত্রই লাগবে।’ এদিকে, কাউন্টি ক্রিকেটে গ্লামোরগানের হয়ে দারুণ ছন্দে রয়েছেন নেসার। তবে হ্যাজেলউডের জায়গায় প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও নাথান লায়নের সঙ্গে বোলিং আক্রমনে থাকার দৌঁড়ে এগিয়ে স্কট বোল্যান্ড। নেসারের দলে সুযোগ পাওয়ার ব্যাপারে বেইলি বলেন, ‘কাউন্টিতে দারুন ফর্মের কারণে দলে সুযোগ পাবার ক্ষেত্রে এগিয়ে ছিলেন নেসার। তার অর্ন্তভুক্তি পেস বোলিং ইউনিটের শক্তি বাড়াবে।’ সম্প্রতি কাউন্টিতে ৫ ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন নেসার। সাসেক্সের বিপক্ষে ব্যাট হাতে আট নম্বরে নেমে ১২৩ রানের দুর্দান্ত ইনিংসও খেলেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে ২টি করে টেস্ট ও ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে নেসারের। টেস্টে ৭ ও ওয়ানডেতে ২ উইকেট নিয়েছেন তিনি। আগামীকাল বুধবার থেকে ইংল্যান্ডের ওভালে শুরু হবে দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ১৬ জুন থেকে এজবাস্টনে শুরু হবে অ্যাশেজ সিরিজ।

 

Please Share This Post in Your Social Media

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Site Customized By NewsTech.Com