1. admin@andolonerbazar.com : : admin admin
  2. andolonerbazar@gmail.com : AndolonerBazar :

ভারতের সাথে এদেশের সম্পর্ক বিনাসূতার মালার মতই  : এমপি রউফ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

 

 

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়া ৪ আসনের এমপি ও বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ বলেন, ভারতের সাথে এদেশের সম্পর্ক বিনাসূতায় গাঁথা মালার মতই। যে সম্পর্ক কোনোদিনও ভাঙবে না। বুধবার (১৭ এপ্রিল) রাতে বিশ্বকবি রবীন্দ্রনাথ স্মরণে কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ির অ্যাম্ফিথিয়েটার চত্বরে সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান ‘ পদ্মা নৌকায় ঠাকুর ‘ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানের পূর্বে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পরে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ বলেন, বাংলাদেশের প্রতি ভারতের ভালবাসা ছিল বলেই সেসময়ের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী স্বাধীনতা যুদ্ধে সহযোগীতা করেছিলেন। বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আব্দুর রউফ এমপি আরো বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারি পরিচালনা করতে শিলাইদহে এসেছিলেন। শত ব্যস্ততার মাঝেও সাহিত্য চর্চা করে গেছেন। সাহিত্যের সকল স্তরে ছিল রবীন্দ্রনাথের বিচলন। গীতাঞ্জলী রচনা করে নবেল খ্যাতি অর্জন করেছিলেন। ঢাকা – ভারত হাই কমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতœতত্ত্ব অধিদপ্তরের সহযোগীতায় অনুষ্ঠানমালার পরিচালনা করেন যুক্তরাজ্য প্রবাসী প্রখ্যাত রবীন্দ্র বিশেষজ্ঞ ও সঙ্গীত শিল্পী ড. আনন্দ গুপ্ত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. সদর উদ্দিন খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক জুবায়ের ( পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান প্রমূখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Site Customized By NewsTech.Com