1. admin@andolonerbazar.com : : admin admin
  2. andolonerbazar@gmail.com : AndolonerBazar :

ভেড়ামারায় মারকাযুল উলুম ছকিনা ইসলামীয়া মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

 

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আসন্ন ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আবু হেনা মোস্তফা কামাল মুকুল বলেছেন, শুষ্ক পরিবেশের কারনে ভেড়ামারায় দ্রুত পানির লেয়ার নেমে যাওয়ায় কোথাও কোথাও পানির সংকট সৃষ্টি হচ্ছে। মসজিদ মাদ্রাসাগুলোতেও পানির সংকট তীব্র। আমি যদি জনগনের ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে ভেড়ামারা উপজেলার সকল মসজিদ মাদ্রাসার পানির সংকট দূর করতে সাব মারশিবল পাম্প স্থাপন করে দিবো। তিনি বলেন, একটু উদ্দ্যোগ নিলেই সকল মসজিদ মাদ্রাসায় পানির পাম্প বসানো সম্ভব। আবু হেনা মোস্তফা কামাল মুকুল ঈদের পর দিন শুক্রবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারার ক্ষেমিরদিয়াড় মুন্সিপাড়ায় মারকাযুল উলুম ছকিনা ইসলামীয়া মাদ্রাসার নতুন তিন তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। মাদ্রাসার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনোয়ার হোসেন বাবলু’র সভাপতিত্বে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, হাজী ওয়াজেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা নূর আলম মশফের, বীরমুক্তিযোদ্ধা তাসফের আলী, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মহসিন আলী, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সভাপতি সাংবাদিক শাহ্ জামাল, বিশিষ্ট ব্যবসায়ী সুলতান আলী, আয়নাল হক, তোফায়েল আহমেদ, আলী হোসেন, মাদ্রাসা পরিচালনা কমিটির ক্যাশিয়ার মিলন হোসেন প্রমুখ। অনুষ্ঠানে দোয়া  মোনাজাত পরিচালনা করেন মারকাযুল উলুম ছকিনা ইসলামীয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি শামীম আল মিসবাহ। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধান অতিথি আবু হেনা  মোস্তফা কামাল মুকুল মাদ্রাসার উনয়নের জন্য নগদ অর্থ তুলে দেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন বাবলু’র হাতে। এসময় তিনি মাদ্রাসার উনয়নে সকল ধরনের সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Site Customized By NewsTech.Com