1. admin@andolonerbazar.com : : admin admin
  2. andolonerbazar@gmail.com : AndolonerBazar :
শিরোনাম :
অতি তাপমাত্রায় চরম বেকায়দায় সকল শ্রেণির মানুষ : কুষ্টিয়ায় সর্বোচ্চ ৪১.৮ ডিগ্রি তাপমাত্রা আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা মার্তার জিম্বাবুয়েকে হারিয়ে ভানুয়াতুর ইতিহাস বিতর্কিত ক্যাচের ছবি ফেসবুকে দিয়ে মুশফিক লিখলেন ‘মা শা আল্লাহ’ গাজায় ধ্বংসস্তূপ পরিষ্কারে লাগতে পারে ১৪ বছর : জাতিসংঘ রিজার্ভ বেড়ে ১ হাজার ৯৯৭ কোটি ডলার পোলট্রি সমিতির দাবি : গরমে দিনে মরছে ‘এক লাখ মুরগি’ পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত : কাদের থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কুষ্টিয়া জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৪ মার্চ, ২০২৪

 

নিজ সংবাদ ॥ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির জীবনে গৌরবোজ্জ্বল একটি দিন। মহিমান্বিত এই দিনে জাতি সশ্রদ্ধচিত্তে স্মরণ করবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল বীর মুক্তিযোদ্ধা ও সম্ভ্রম হারানো মা-বোনদের। যাঁদের সংগ্রাম ও আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি লাল-সবুজের পতাকা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কুষ্টিয়া জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কুষ্টিয়ায় বিভিন্ন কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করবে জেলা প্রশাসন। কর্মসূচি শুরু হবে মূলত আজ সোমবার ২৫ মার্চ গণহত্যা দিবসের মধ্য দিয়ে। আর আগামী মঙ্গলবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের মূল অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হবে। এ জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কর্মসূচির মধ্যে আজ সোমবার ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সকাল ১০টায় কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। বেলা ১২টা অথবা সুবিধাজনক সময়ে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি অথবা শহরের গুরুত্বপূর্ণ স্থানসমূহে গণহত্যার উপর দুর্লভ আলোকচিত্র বা প্রামাণ্যচিত্র প্রদর্শনী করা হবে। বাদ যোহর সকল ধর্মীয় উপাসনালয়ে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত বা প্রার্থনা অনুষ্ঠিত হবে। এদিন রাত ১০ টা হতে ১০টা ১ মিনিট পর্যন্ত সারা জেলা (কেপিআই বা জরুরি স্থাপনা ব্যতীত) এক মিনিট প্রতীকী ব্লক-আউট। সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া রাইফেলস ক্লাবে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে শ্যুটিং প্রতিযোগিতা হবে। অপরদিকে ২৬ মার্চ প্রত্যুষে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হবে। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনসমূহ এবং স্কুল-কলেজ-মাদ্রাসায় সঠিক রং ও মাপের জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৬টা ১০ মিনিটে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে। সকাল ৬টা ২০মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমাননের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ। সকাল সাড়ে ৬টায় কুষ্টিয়া মজমপুর গেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ। সকাল পৌণে ৭ টায় কুষ্টিয়া পৌর কবরস্থানে বীর মুক্তিযোদ্ধাদের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে। সকাল সাড়ে ৮টায় কুষ্টিয়া জিলা স্কুল মাঠে কুচকাওয়াজ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি শুরু হবে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে। এরপর কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০জন শিক্ষার্থীর অংশগ্রহণে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন ও শহিদদের বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হবে। পরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং নাম সংবলিত ক্রেস্ট প্রদান করা হবে। এরপর পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিএনসিসি সমন্বয়ে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে । সব শেষে পুরস্কার বিতরণ করা হবে। সকাল ৯ টায় কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার ও বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক দুর্বাচারায় শহিদ মুক্তিযোদ্ধাদের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও সংক্ষিপ্ত আলোচনা করা হবে। সকাল সাড়ে ৯ টায় শহিদ মুক্তিযোদ্ধাদের কবর বিত্তিপাড়া বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ। সকাল সাড়ে ১০টায় পিয়ারপুর শহিদ মুক্তিযোদ্ধাদের কবরে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ করা হবে। অপরদিকে বাদ যোহর সকল মসজিদে জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে বিশেষ  মোনাজাত এবং সকল মন্দির, গির্জা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা অনুষ্ঠিত হবে। সুবিধাজনক সময়ে হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, শিশু পরিবার (বালক বা বালিকা), সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র (বালক বা বালিকা) ও সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যালয়ে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। এছাড়া দুপুর ২টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কুষ্টিয়া সদর উপজেলার শহিদ মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে। বিকাল ৩ টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন’ বিষয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হবে । সর্বশেষে বিকাল সাড়ে ৩টায় কুষ্টিয়া জিলা স্কুল মাঠে  প্রীতি কাবাডি বা ফুটবল প্রতিযোগিতার মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি শেষ হবে। এই দিবসের সকল কর্মসূচিতে সকলের উপস্থিতি কামনা করেছেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা।

 

Please Share This Post in Your Social Media

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Site Customized By NewsTech.Com