1. admin@andolonerbazar.com : : admin admin
  2. andolonerbazar@gmail.com : AndolonerBazar :

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের আলোচনা সভা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ মার্চ, ২০২৩

 

নিজ সংবাদ ॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রবিবার ২৬ শে মার্চ কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। ২৬ শে মার্চ বিকেল ৩ টায় কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ অফিসের সম্মেলন কক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান এবং পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী। এছাড়ও সভায় বক্তব্য রাখেন, সহ সভাপতি ড. আমিনুল হক রতন, কুষ্টিয়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাইর রহমান আতা, পৌর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খাঁন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক উজ জামান, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম মানিক, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক এ্যাড, শিলা বসু, জেলা মহিলালীগের সভাপতি জেবুন নিসা সবুজ, জলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রুহুল আজম, জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুল হক পুলক, জেলা আওয়ামীলীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোমিনুর রহমান মোমিজ, জেলা আওয়ামীলীগের সদস্য হাবিবুল হক পুলক, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক হারুন উর রশীদ, জেলা মৎস্যজীবিলীগের সভাপতি সাইদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম রেজা, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোমিন মন্ডল, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, জেলা যুবলীগের নেত্রী ও হটাশ হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শম্পা মাহমুদ, জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম অনিক এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ। এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা সকল উপজেলা থেকে আগত উপজেলা এবং ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা। আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী বলেন, এই দিনটি জনগনের কাছে পৌঁছাতে হাজার বছরের শ্রেষ্ট বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিব সহ জাতীয় চার নেতা এবং দেশে ও জাতির জন্য যারা রক্ত দিয়ে গেছেন সবার প্রতি শ্রদ্ধা জানাই। মুসলাম জাতির জন্য সবচাইতে সর্বশ্রেষ্ট মাস মাহে রমজান মাস। আতœ সুদ্ধির মাস, আতœ সংযমের মাস, বিশেষ করে পাপ মুক্ত করার মাস। সবার ভিতর আতœ সুদ্ধি ও আতœ সমালোচনা আনতে হবে। সরকার পরিচালনা করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অথচ আমরা গাঁ ভাসাই চলছি। আমার ৫৬ বছরের রাজনীতি জীবনে বর্তমানে এত কঠিন সময় পার করছি। আজকে দলের কাজে সাবাইকে ডাকলে আমি পাই না। আজগর আলী আরো বলেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে, আওয়ামীলীগের হাতকে শক্তিশালী করে আমার ঐক্যবদ্ধ ভাবে অশুভ শক্তির যারা স্বাধীনতা বিশ^াস করে নাই, আমাদের ধর্মকে যারা বিশ^াস করে নাই। অধার্মিক কাজ করেছে। যারা মেয়েদের উপর পাষবিক অত্যাাচার করেছে। আমরা ঐক্যবদ্ধভাবে যদি নেতার হাতকে শক্তিশালী করে আওয়ামীলীগকে এক জায়গায় করে নির্বাচনে সংঘবদ্ধ ভাবে মাঠে নামবো। আমার যদি এক জায়গায় থাকি অন্য কোন সংগঠনের মানুষ জনগণের কাছে যেতে পারে না।  দলের নেতা কর্মিদের উদ্দেশ্যে আজগর আলী বলেন, বিএনপি’কে জনগণ ক্ষমতায় দেখেছে, তাদেরকে জনগণ গ্রহণ করে না। আমি তখন খুব কষ্ট পায়, যখন দেখি বিএনপি মোটা তাজা হয়েছে আমার সরকারের সময়। আমি এখন অসহায় কারণ অশুভ শক্তিকে আশ্যয় প্রশ্রয় আমরাই দিয়েছি। এই রামজান মাসে আতœশুদ্ধি করতে হবে। আমি অন্যায় কাজ করবো না। অন্য দলের লোককে সহযোগিতা করবো না। তাদের ব্যবসা দিয়ে মুটা করবো না। এখনো আমরা মরি নাই। সুতরাং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আমাদের নেতার নেতৃত্বে অশুভ শক্তিকে বধ করে হাজার বছরের শ্রেষ্ট বাঙালী শেখ মুজিবরের সোনার বাংলাদেশ গড়বো। আমরা জনগনের খাদেম হিসাবে কাজ করতে চাই। জনগণই হচ্ছে আমাদের ক্ষমতা। জনগণের কাছে যেতে হবে। জনগণের কাছে ভোট চেতে হবে। আজ বাহাদুরী আছে, কালকে বাহাদুরী থাকবে এটা আমি বিশ^াস করি না। আজকে এই সংযমের মাসে নিজেকে আতœ সুদ্ধি করা হোক। আমি আর কোন অন্যায় করবো না, মিথ্যা কথা বলবো না, খারাপ জায়গায় যাবো না, অবৈধ কাজ করবো না, টেন্ডারবাজী করবো না, অবৈধ কামাই করবো না, জনগনের খাদেম হিসাবে আমরা কাজ করবো। আলোচনা সভার সভাপতি এবং জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান বলেন, ৭২ সালে বঙ্গবন্ধু যখন ক্ষতায় ছিলেন, তখন তিনিই বলেছিলেন সাত কোটি কম্বল আনলাম আমার কম্বল কই। শুরুর থেকেই আছে এই কম্বলের কথা বলা। আগেও ছিলো, মাঝেও ছিলো, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। আওয়ামীলীগ যেমন সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে, সুব্যবস্থার মধ্যে থাকে। বিএনপি জামাত সেডা না। তারা সবকিছু সমূলে ধ্বংস করে দেয়। এই হচ্ছে আওয়ামীলীগ আর বিএনপি’র মধ্যে তফাৎ। জাতির জনকের সাধারণ ক্ষমার পরে তারা যে রুপ ধারণ করেছে। আজকে আমেরিকাতে ড. ইউনুস, কাদের মোল্লার ছেলে, গোলাম আজমের ছেলে যা শুরু করেছে তা বলা বাহুল্য। তাদের কর্মকান্ডের কারণে বিদেশীরা সরকারের উপরে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে প্রেসার দিচ্ছে। নানান ধরণের নিষেধাজ্ঞা দিচ্ছে। সদর উদ্দিন খান আরো বলেন, বিএনপি সন্ত্রাস মৌলবাদী উগ্র জঙ্গীবাদ। এরা যখন এই কুষ্টিয়াতে ক্রসফায়ার গেছে, যেই অবস্থা ছিলো সেখান থেকে মাহবুবউল আলম হানিফ এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে অশান্তি ছিলো ক্রসফায়ার, আতœসর্মপন সব রকম চেষ্টা করে এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের নিরাপত্তার ব্যবস্থা করেছেন। আগামী নির্বাচনে শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবে। এত কোন সন্দেহের অবকাশ নাই।

 

Please Share This Post in Your Social Media

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Site Customized By NewsTech.Com