আমলা অফিস ॥ জান্নাত-ই-নূর আরেফিন কাব্যর শুভ জন্মদিন পালিত হয়েছে। কাব্য কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন ও দিশা আরেফিনের কনিষ্ঠ কন্যা। শুক্রবার (২৭ মে) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জান্নাত-ই-নূর আরেফিন কাব্য’র শুভ জন্মদিন উপলক্ষে এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান বশির আহাম্মেদ ও তার সহধর্মিণী, কে এন বি এগ্রো লিঃ এর চেয়ারম্যান কামরুজ্জামান নাসির, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের, মডার্ণ প্লাইউড এন্ড উড প্রসেসিং কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান আকরাম হোসেন বাবু, মিরপুর পৌরসভার মেয়র হাজী এনামুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হারুন অর রশিদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার আজমল হোসেন ও তার সহধর্মিণী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল হালিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিম, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার আফতাব উদ্দিন খান, মোশারফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ, মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার আনন্দ কুমার কুন্ডু, সদরপুর ইউপি চেয়াম্যান আশরাফুল ইসলাম, মিরপুর প্রেসক্লাবের সভাপতি কাঞ্চন কুমার হালদার, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ জোয়ার্দ্দার, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সচিব আতিকুজ্জামান বিশ^াস শাকিলসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের অফিসার ও সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মিরপুর পৌর মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ফারুক হোসেন।