1. admin@andolonerbazar.com : : admin admin
  2. andolonerbazar@gmail.com : AndolonerBazar :

রমজানে দুনিয়া ও পরকালের নেয়ামত আহরণের আহ্বান

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

 

আ.ফ.ম নুরুল কাদের ॥ রহমত বরকত মাগফেরাত ও নাজাতের মাস পবিত্র রমজান একেবারেই শেষ। এ মাস মানুষকে দুনিয়া ও পরকালের জন্য সব নেয়ামত আহরণের প্রতি আহ্বান করে। মুমিন মুসলমান যদি রমজান মাস জুড়ে আল্লাহর কাছে ৪টি কাজ করে তবে তার দুনিয়া ও পরকাল হবে সফলকাম। নবী করিম (সাঃ) বলেছেন, ‘এই রোজার মাসে তোমরা ৪টি কাজ বেশি বেশি করবে এর মধ্যে দুটি কাজ তোমাদের প্রতিপালকের জন্য করবে। এতে তোমাদের প্রতিপালক তোমাদের প্রতি সন্তুষ্ট হবে। আর দুটি কাজ নিজেদের জন্য করবে। এ কাজ দুটি এমন যে, তা না করে তোমাদের কোনো উপায় নেই। প্রতিপালকের জন্য দুটি কাজ বেশি বেশি কালেমা শাহাদাত ‘আশহাদুআল্লা ইলাহা ইল্লাল্লাহ’ পড়া। আর আল্লাহর কাছে বেশি বেশি ইসতেগফার করা। আর নিজেদের জন্য যে দুটি কাজ করতে হবে। আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করা। আর জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়া। কালেমা পাঠের কারণঃ শাহাদাতের এ কালেমা মানুষকে আল্লাহর একত্ববাদের দিকে ধাবিত করবে। মানুষ একত্ববাদের গোলাম। আর একত্ববাদের প্রতিষ্ঠার জন্যই আল্লাহ তায়ালা দুনিয়ার সব কিছু সৃষ্টি করেছেন। রমজান মাস দান করেছেন। পবিত্র কুরআন দান করেছেন। সব আম্বিয়া কেরামকে একত্ববাদের প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছেন। তাই কুরআন নাজিলের মাসে মহান আল্লাহর একত্ববাদের স্বীকৃতি বেশি বেশি দেয়ার মাধ্যমে একত্ববাদের দিকে নিজেকে একনিষ্ঠ করে তোলা। ইসতেগফারের কারণঃ আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের কাছে ইসতেগফার কর। তিনি অত্যন্ত ক্ষমাশীল।’ ইসতেগফারের কারণে আল্লাহ তাআলা অনেক কঠিন অবস্থা থেকে মানুষকে হেফাজত করবেন। দেশ যদি খড়া কবলিত হয় তবে-আকাশ থেকে মেঘ বর্ষণ করবেন। দেশ মরুভূমি হবে না। নিজেদের আয় রোজগার বেড়ে যাবে। কখনো অভাব আসবে না। সন্তান-সন্তুতি না থাকলে আল্লাহ সন্তান-সন্তুতি দান করবেন। পরিবেশেকে সবুজময় করে দেবেন। পরিবেশকে সুন্দর করতে নদি-নালা প্রবাহিত করবেন। জান্নাত চাওয়ার কারণঃ মুমিন মুসলমানের আদি নিবাস জান্নাত লাভের আবেদন করা। যেটা দুনিয়ার কোনো বাড়ি নয়। যে বাড়িতে অবস্থানকারী ব্যক্তি কখনো বৃদ্ধ হবে না। পরিধানের জামা-কাপড় হবে পুরনো। যেখানে বিরাজমান থাকবে মধু প্রবাহিত নদী। মদের নদী । যে মদ মানুষকে কখনো নেশাগ্রস্ত করবে না। যে বাড়িতে মানুষ কখনো বুড়ো হবে না। না শেষ হবে তার যৌবন। এ জান্নাত আল্লাহর কাছে চাইতে হবে। হাদিসে এসেছে- যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু চায় না আল্লাহতায়ালা তার প্রতি রাগান্বিত হন।’ তাই জান্নাত লাভে আল্লাহর কাছে প্রার্থনা, আকুতি জানাতে হবে। জাহান্নাম থেকে মুক্তি চাওয়াঃ পরকালের চিরস্থায়ী জীবন যেন আল্লাহর ভয়াবহ আজাবে পরিণত না হয় সে জন্যেই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহর কোনো বান্দা জাহান্নামের আগুনে জ্বলবে, এটা মহান আল্লাহ পছন্দ করেন না। যার প্রমাণ কুরআন এবং হাদিসের সব নসিহত। সব স্থানেই আল্লাহ তায়ালা বান্দাকে জাহান্নামের ব্যাপারে সতর্ক করেছেন। আর তা থেকে মুক্তির পথ দেখিয়েছেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রহমত বরকত মাগফেরাত ও নাজাতের মাস রমজান জুড়ে এ ৪টি কাজ যথাযথ করার তাওফিক দান করুন। আমিন।

 

Please Share This Post in Your Social Media

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Site Customized By NewsTech.Com