1. admin@andolonerbazar.com : : admin admin
  2. andolonerbazar@gmail.com : AndolonerBazar :
শিরোনাম :
মার্তিনেসের আচরণে ক্ষুব্ধ ফরাসি ক্লাব প্রেসিডেন্ট তিন লাল কার্ডের ‘বিতর্কিত’ ম্যাচে মাঠ ছাড়ল মোহামেডান, জয়ী আবাহনী পাঁচ উইকেট নিয়ে নাসুম, ‘অনেক ক্ষুধার্ত ছিলাম’ বিবিসির বিশ্লেষণ ইরান-ইসরাইল সংঘাতের পরিণতি কোন দিকে প্রথম পতাকার নকশাকার শিব নারায়ণ দাশ আর নেই ইরানে হামলার খবরে বেড়েছে তেল ও সোনার দাম নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে বিজিপির আরও ১৩ সদস্য কৃষির উন্নয়নে সমবায় পদ্ধতি চালু করার পরামর্শ প্রধানমন্ত্রীর হাটশ হরিপুরে নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন সাবেক এমপি সোহরাব উদ্দিন দক্ষিণাঞ্চলে পানির জন্য হাহাকার : পানির স্তর নেমে যাওয়ায় শুস্ক মৌসুমে পানি শুন্য কুষ্টিয়া

রুবায়াইয়ার ফিফটির ‘হ্যাটট্রিক’ কলাবাগানের জয়

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৫ জুন, ২০২৩

 

ক্রীড়া প্রতিবেদক ॥ জান্নাতুল ফেরদৌসের বলে দারুণ সুইপ শটে ডিপ স্কয়ার লেগ দিয়ে চার মারলেন রুবাইয়া। ¯্রফে ৩৬ বলে পৌঁছে গেলেন পঞ্চাশে। সতীর্থ প্রাথ্যুশা কুমারির সঙ্গে ব্যাট মেলানো ছাড়া কোনো উদযাপন করলেন না কলাবাগান ক্রীড়া চক্রের অধিনায়ক। উচ্ছ্বাস খুব একটা প্রকাশ না করলেও রুবায়াইয়ার কীর্তি মোটেও ছোট নয়। পরপর তিন ইনিংসে করলেন ফিফটি। বিকেএসপির ৩ নম্বর মাঠে রুবাইয়ার হ্যাটট্রিক ফিফটির দিনে সিটি ক্লাবের বিপক্ষে ৮৮ রানে জিতেছে কলাবাগান। ২৩০ রানের লক্ষ্যে ৯ উইকেটে ১৬১ রানের বেশি করতে পারেনি সিটি ক্লাব। চার ম্যাচে কলাবাগানের দ্বিতীয় জয় এটি। এক ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। পাঁচ ম্যাচের সবকয়টি হেরেছে সিটি ক্লাব। দারুণ জয়ে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন সবশেষ শ্রীলঙ্কা সফরে জাতীয় দলে অভিষেক হওয়া রুবাইয়া। ৯৩ বল খেলে ১১ চারে ৮৪ রানের ইনিংসে তিনিই জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। এর আগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১০৪ বলে ৬৬ ও গুলশান ইয়ুথ ক্লাবের ম্যাচে ৫৫ বলে ৫০ রান করেন বাঁহাতি ওপেনার। রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের বিপক্ষে বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচে ব্যাটিংয়েরই সুযোগ পায়নি রুবাইয়ার কলাবাগান। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ঝড় তোলেন রুবাইয়া। ১০ চারে পাওয়ার প্লের মধ্যেই ফিফটি স্পর্শ করেন তিনি। এরপর কিছুটা খোলসে ঢুকে পড়েন তিনি। পঞ্চাশের পর আরও ৫৭ বল খেলে ৩৩ রান নেন তিনি। চার মারেন ¯্রফে ১টি। কিপার-ব্যাটারের ফিফটির সঙ্গে জিন্নাত আরা অর্থির ৩২ ও বাকিদের ছোট ছোট ইনিংসে দুইশ পেরোয় কলাবাগান। রান তাড়ায় কখনোই তেমন সম্ভাবনা জাগাতে পারেনি সিটি ক্লাব। কামরুন নাহার ৩৪, তমালিকা সুমনা ২৩, জান্নাতুল ফেরদৌস ২০ রানের ইনিংস খেলে দলকে দেড়শ পার করান। ১০ ওভারে ৩৫ রানে ৩ উইকেট নেন মুমতা হেনা। ফারিহা তৃষ্ণা ও মেহেরুন নেসা ধরেন ২টি করে শিকার।

সংক্ষিপ্ত স্কোর:

কলাবাগান ক্রীড়া চক্র: ৪৯.৫ ওভারে ২২৯ (রুবাইয়া ৮৪, অচেনা ৭, প্রাথ্যুশা ১০, আফিয়া ১৯, জিন্নাত ৩২, জুয়াইরিয়া ১২, লাখি ৯, মুমতা হেনা ১৫, কুলসুমা ১৩, ফারিহা ৯*, মেহেরুন ১; সুমা ৬-০-৪৮-১, জান্নাতুল ফেরদৌস ৬-০-৩৩-১, জান্নাতুল ফেরদৌসি ১০-০-৪৬-১, কোহিনুর ১০-০-৩৬-১, রুপা ১০-১-৩৪-২, তমালিকা ৭.৫-০-২৮-২)

সিটি ক্লাব: ৫০ ওভারে ১৬১/৯ (ফাতেমা ১, পিংকি ১৪, সাবিকুন ১৬, জান্নাতুল ফেরদৌস ২০, শিবানি ১৭, কামরুন ৩৪, তমালিকা ২৩, রুপা ১৫, সুমা ২, জান্নাতুল ফেরদৌসি ১*, কোহিনুর ১*; ফারিহা ১০-২-৩০-২, মেহেরুন ১০-২-৩০-২, মুমতা হেনা ১০-১-৩৫-৩, কুলসুমা ৮-০-২১-০, লাখি ২-০-৩-০, আফিয়া ১০-১-৩৭-১)

ফল: কলাবাগান ক্রীড়া চক্র ৬৮ রানে জয়ী

প্লেয়ার অব দা ম্যাচ: রুবাইয়া হায়দার

 

Please Share This Post in Your Social Media

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Site Customized By NewsTech.Com