1. admin@andolonerbazar.com : : admin admin
  2. andolonerbazar@gmail.com : AndolonerBazar :
শিরোনাম :
অতি তাপমাত্রায় চরম বেকায়দায় সকল শ্রেণির মানুষ : কুষ্টিয়ায় সর্বোচ্চ ৪১.৮ ডিগ্রি তাপমাত্রা আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা মার্তার জিম্বাবুয়েকে হারিয়ে ভানুয়াতুর ইতিহাস বিতর্কিত ক্যাচের ছবি ফেসবুকে দিয়ে মুশফিক লিখলেন ‘মা শা আল্লাহ’ গাজায় ধ্বংসস্তূপ পরিষ্কারে লাগতে পারে ১৪ বছর : জাতিসংঘ রিজার্ভ বেড়ে ১ হাজার ৯৯৭ কোটি ডলার পোলট্রি সমিতির দাবি : গরমে দিনে মরছে ‘এক লাখ মুরগি’ পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত : কাদের থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে জয় শেখ জামালের, জিতেছে আবাহনী-মোহামেডানও

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৭ মার্চ, ২০২৪

 

ক্রীড়া প্রতিবেদক ॥ একদিন পরই যোগ দেবেন টেস্ট দলের সঙ্গে। এর আগে ব্যাট ও বল হাতে আলো ছড়িয়েছেন সাকিব আল হাসান, জিতেছে তার দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এদিকে পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরির পরও হেরে গেছে প্রাইম ব্যাংক। সেঞ্চুরি করে আবাহনীকে জিতিয়েছেন তাওহীদ হৃদয়।  ডিপিএলের ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে রূপগঞ্জ টাইগার্সকে ১৪০ রানে হারিয়েছে আবাহনী লিমিটেড। শুরুতে ব্যাট করে ৪ উইকেটে ৩২০ রানের বড় সংগ্রহ পায় আবাহনী। জবাবে ১৮০ রানে অলআউট হয় রূপগঞ্জ। আবাহনীর হয়ে সেঞ্চুরি করেন হৃদয়। ১১ চার ও ৬ ছক্কায় ৮৪ বলে ১২৫ রানে অপরাজিত থাকেন তিনি। ৯৫ বলে ৭৮ রানের ইনিংস খেলেন জাকের আলি অনিক। ২৬ বলে ৪৩ রান করেন মোসাদ্দেক হোসেন।  রূপগঞ্জের কোনো ব্যাটার হাফ সেঞ্চুরিও ছুতে পারেননি। ৭১ বলে সর্বোচ্চ ৪৮ রান করেন মাহফিজুল ইসলাম। আবাহনীর হয়ে তিন উইকেট করে নেন মোসাদ্দেক ও নাহিদুল ইসলাম।  বিকেএসপির তিন নম্বর মাঠে বৃষ্টি আইনে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৩৯ রানে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভার খেলে ২৩৩ রান করে শেখ জামাল। বৃষ্টির কারণে ৪৫ ওভারে নেমে আসা ম্যাচে ২৩২ রানের লক্ষ্য দাঁড়ায় গাজী গ্রুপের। ১৯২ রানের বেশি করতে পারেনি তারা।  এ ম্যাচ ব্যাট ও বল হাতে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। টেস্ট দলের সঙ্গে যোগ দেওয়ার আগে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। ৬ চার ও ২ ছক্কার ইনিংসে ৬৫ বলে ৫৩ রান করে আউট হন সাকিব।  শেষদিকে ৪৪ বলে ৫৫ রানের ইনিংস খেলেন জিয়াউর রহমান। গাজী গ্রুপের হয়ে তিনটি করে উইকেট নেন রুয়েল মিয়া ও আব্দুল গাফফার।  রান তাড়ায় নেমে সুবিধা করতে পারেনি গাজী গ্রুপ। ৫২ বলে ৪২ রানের ইনিংস খেলেন মঈন খান। শেখ জামালের হয়ে তিন উইকেট তুলে নেন মৃত্যুঞ্জয় চৌধুরী। ৯ ওভারে গ্রেফ ১৪ রান দিয়ে দুই উইকেট নেন সাকিব।  বিকেএসপির আরেক মাঠে পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরির পরও হেরে গেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বৃষ্টি আইনে মোহামেডানের কাছে ১ উইকেটে হেরেছে তারা। শুরুতে ব্যাট করে ২৭৯ রানে অলআউট হয় প্রাইম ব্যাংক। ৪৭ ওভারে ২৭২ রানের লক্ষ্য দাঁড়ায় মোহামেডানের। আগে ব্যাট করা প্রাইম ব্যাংকের হয়ে ৬ চার ও সমান ছক্কায় ১১১ বলে ১১০ রান করেন পারভেজ ইমন। এ নিয়ে টুর্নামেন্টে তৃতীয় শতক হাঁকালেন তিনি। ৮৩ বলে ৬৫ রান করেন তামিম।  রান তাড়ায় নামা মোহামেডানের হয়ে শুরুতে হাল ধরে রাখেন মাহিদুল ইসলাম অঙ্কন। ৯২ বলে ৭৮ রান করে সাকলাইন সজিবের বলে আউট হন তিনি। যদিও মোহামেডানের জয়ের নায়ক আবু হায়দার রনি ও কামরুল ইসলাম।  শেষ দুই ওভারে ২৪ রান নিয়ে দলকে জিতিয়েছেন তারা। ৩ চার ও ৪ ছক্কায় ৩৬ বলে ৫৪ রান করে আউট হন রনি। ১৪ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন কামরুল রাব্বি। বল হাতে এক উইকেট নিয়ে ম্যাচসেরা রনি।

 

Please Share This Post in Your Social Media

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Site Customized By NewsTech.Com