1. admin@andolonerbazar.com : : admin admin
  2. andolonerbazar@gmail.com : AndolonerBazar :

কুষ্টিয়ায় হাসানুল হক ইনু : আমেরিকা নিজেদের স্বার্থে ভিসানীতি করেছে, এর সাথে বাংলাদেশের নির্বাচন-গণতন্ত্রের কোন সম্পর্ক নেই

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২ জুন, ২০২৩

 

 

 

নিজ সংবাদ ॥ কমিশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সেখানে পাতানো নির্বাচনের কিছু দেখছি না, এমন মন্তব্য করে জাসদ সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, ১৪ বছর ধরেই শুনছি ঈদের পরে আন্দোলন করবে বিএনপি। তাই বিএনপির মুখে আন্দোলন শব্দটা একটা হালকা শব্দে পরিণত হয়েছে। সব দফা বাদ দিয়ে বিএনপি এখন এক দফা দিয়েছে, সেই এক দফার সাথে নির্বাচনের কোন সম্পর্ক নেই। বিএনপি মূলত যেকোন পন্থায় অস্বাভাবিক ভূতের সরকার প্রতিষ্ঠা করতে চায়, যার ছায়ায় যুদ্ধাপরাধী ও দূর্ণীতির বিচার বন্ধ করে দন্ডিত নেতা নেত্রীদের মুক্ত করতে চান তারা। তারা সংবিধানটাকে খেয়ে ফেলতে চাচ্ছে। তিনি বলেন, আমরা চায় না অর্নিবাচিত একটি অস্বাভাবিক সরকার দেশে অন্ধকারের রাজত্ব কায়েম করুক। জামায়াত বিএনপির পার্টনারশীপের সরকার দেশে যে দূর্ভোগ সৃষ্টি করেছিলো তা দেখেছি। তাই দেশের মানুষ আর রাজাকারের সরকার দেখতে চায়না। গতকাল শুক্রবার দুপুর ১২টায় কুষ্টিয়ার মিরপুরের নওদা বহলবাড়ীয়ায় পূর্বপাড়া নূর মদিনা জামে মসজিদের উন্নয়ন কাজের উদ্বোধন কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইনু এসব কথা বলেন। পরে তিনি মসজিদের মুসল্লিদের সাথে মতবিনিময় করেন।  এসময় ইনু আরো বলেন, আমেরিকা তাদের স্বার্থে ভিসানীতি করেছে। এর সাথে বাংলাদেশের নির্বাচন গণতন্ত্রের কোন সম্পর্ক নেই। বরং এর মাধ্যমে আমেরিকা বাংলাদেশে যথা সময়ে নির্বাচনের পক্ষেই মত দিলো।  বাজেট নিয়ে বিএনপির মন্তব্য প্রসঙ্গে ইনু বলেন, ১৪ বছরে শেখ হাসিনার সরকার বাজেট দিয়ে এক ফোটাও ঘি খায়নি, বরং বাজেট দিয়ে আমরা পদ্মা সেতু, মেট্টো রেল, পায়রা বন্দর তৈরী করেছি। রেল ব্যবস্থাসহ বিভিন্ন সেক্টরে উন্নতি করেছি। দারিদ্র কমিয়ে এনে বিনামুল্যে বাচ্চাদের কোটি কোটি বই উপহার দিয়েছি। বাজেট দিয়ে উন্নয়নের স্বার্থে ঘি খাওয়ার কোন সুযোগই নেই। সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ৮ লাখ টাকা ব্যয়ে মসজিদটি নির্মিত হচ্ছে। এসময় জাসদের মিরপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আহাম্মদ আলী ও জেলা জাসদ নেতা কারশেদ আলমসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Site Customized By NewsTech.Com